Advertisment

Naseem Shah cries: জেতা ম্যাচ হেরে কান্নায় লুটোপুটি নাসিম শাহের! রোহিত যা করলেন তাতে কুর্নিশ বিশ্বের, দেখুন ভিডিও

Pakistan star Naseem Shah: একেবারে ভেঙে পড়লেন পাকিস্তানি তারকা, নতুন কীর্তিতে হৃদয় জয় রোহিতের, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Naseem Shah, Pakistan, নাসিম শাহ, পাকিস্তান

Naseem Shah-Pakistan: পাকিস্তানের হারের পর কাঁদছেন নাসিম শাহ। (ছবি- টুইটার)

Rohit Sharma gesture towards crying Naseem Shah: ভারত-পাকিস্তান রবিবারের ম্যাচে হারের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহ। যা দর্শকদের রীতিমতো নজর কাড়ল। তার চেয়েও যেটা বেশি নজর কাড়ল, তা হল- রোহিত শর্মার আচরণ। তিনি ভেঙে পড়া নাসিম শাহর পিঠ চাপড়ে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। ভারত অধিনায়ক এমন বড় মনের পরিচয় দেওয়ায় রীতিমতো খুশি নেটিজেনরা।

Advertisment

এমনিতে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত বেশ জনপ্রিয়। তিনি দলীয় সতীর্থদের রীতিমতো আগলে রাখেন বলেই শোনা যায়। আর, নাসিম শাহও রবিবারের ম্যাচে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁর চেষ্টায় তো আর সবকিছু সম্ভব না। কারণ, এটা ১১ জনের খেলা। আর, ভারতও যথেষ্ট ভালো খেলেছে। ভারতীয় বোলাররা রীতিমতো চাপে রেখে পাকিস্তানকে হারিয়েছেন। বুমরাহ তিন উইকেট পেয়েছেন। হার্দিক পান্ডিয়াও দুই উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল, আরশদীপ সিংরাও একটা করে উইকেট নিয়েছেন। এই ম্যাচে ভারত ৬ রানে জিতেছে।

ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছিল। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। তাদের স্ট্র্যাটেজি যে ক্লিক করেছে, তা ভারতের সামান্য রান তোলাতেই স্পষ্ট হয়ে যায়। তার ওপর বৃষ্টিতে পিচ বারবার ভিজেছে। অসমান বাউন্সে ভরা নাসাউয়ের পিচে স্বভাবতই একের পর এক ভারতীয় খেলোয়াড় পাকিস্তানি বোলারদের ঠিকমতো খেলতেই পারেননি। তারই মধ্যে ঋষভ পন্থ দুর্দান্ত খেলেছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অক্ষর প্যাটেল ভালো করেছেন। তার জেরে মাত্র ১১৩ রান গুটিয়ে যায় পাকিস্তান।

ম্যাচে বল হাতে সাফল্য পেয়েছেন নাসিম শাহও। ব্যাট করতে নেমে তিনি চার বলে ১০ রান তোলেন। কিন্তু, তাতে পাকিস্তানের পতন রোধ করতে পারেননি। সবচেয়ে বড় কথা, এই পরাজয় পাকিস্তানের এবারের টি-২০ বিশ্বকাপ অভিযানকে বড়সড় সমস্যায় ফেলল। অন্যদিকে ভারতকে গ্রুপ-এ তে সুবিধাজনক অবস্থানে রাখল। ম্যাচ হারতেই গোটা পরিস্থিতিটা যেন মাথায় চেপে বসে নাসিম শাহর। তিনি মাঠের মধ্যেই প্রবল কান্নায় ভেঙে পড়েন। তাঁর সঙ্গেই প্যাভিলিয়নে ফিরছিলেন সতীর্থ শাহিন আফ্রিদি। তাঁকে দেখা যায় যে নাসিম শাহকে সান্ত্বনা দিচ্ছেন।

আর, এই সময়ই সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে দেখা গিয়েছে যে নাসিম শাহর পিঠ চাপড়ে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তার দলের বোলিংয়ের প্রশংসা করেছেন। আর, 'অনেক বেশি বল' খেলার জন্য ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন। আজমের মতে, ব্যাটারদের দোষে পাকিস্তান এই ম্যাচ হারল। ১২০ রান তাড়া করার লক্ষ্য পূরণ করতে পারল না।

আরও পড়ুন- কোহলির জুতোর যোগ্যও নয় বাবর আজম! পাক সুপারস্টারেরই এবার লাগাতার আক্রমণে দেশের ক্যাপ্টেন

এই প্রসঙ্গে ম্যাচ শেষে বাবর বলেন, 'আমরা ভালো বোলিং করেছি। ব্যাটিংয়ে, অনেক উইকেট হারিয়েছি। অনেক বেশি ডট বল খেলেছি। টেইল এন্ডারদের থেকে ব্যাটিংয়ে অনেক বেশি আশা করা হয়েছিল। কিন্তু, আমরা না তেমন ছক্কা মারতে পেরেছি। না স্লো বল, না বাউন্স, কোনওটাই ভালো করে খেলতে পারেনি।' ভারতের বিরুদ্ধে ম্যাচ হারায়, সুপার ৮-এ ওঠা পাকিস্তানের কাছে রীতিমতো কঠিন হয়ে গেল বলে স্বীকার করে নিয়েছেন বাবর।

Naseem Shah india pakistan Rohit Sharma ICC Cricket World Cup Cricket World Cup T20 World Cup Indian Cricket Team Pakistan Cricket
Advertisment