ICC T20 World Cup 2024 Match 19, India vs Pakistan Playing XI: ভারত-পাকিস্তান ম্যাচে কখনই সাম্প্রতিক ফর্ম এবং কন্ডিশন বিবেচ্য হয় না। নির্দিষ্ট দিনে কোন দল ভালো খেলবে, সেটাই ফারাক গড়ে দেয়। রবিবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার ভারত মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্ৰথমবারের মত স্বাদ পেতে চলেছে ক্রিকেটের সবথেকে বড় মহাযুদ্ধের। ভারত-পাকিস্তান ম্যাচে দুই দল কেমনভাবে দল সাজাতে পারে, দেখে নেওয়া যাক:
কুলদীপ যাদবের প্রত্যাবর্তন:
আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সিমার খেলিয়েছিল ভারত। জোড়া স্পিনার হিসাবে জায়গা হয়েছিল অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার। পাকিস্তান ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিতরা। তবে পাকিস্তানের বিপক্ষে কুলদীপ বরাবর জ্বলে ওঠেন। তুখোড় ফর্মেও রয়েছেন। তাঁকে শেষ মুহূর্তে দলে ঢুকিয়ে চমক দিতে পারে টিম ইন্ডিয়া। তবে সেক্ষেত্রে বসতে হবে রবীন্দ্র জাদেজা অথবা অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে।
আরও পড়ুন: এই দুই ভারতীয় সুপারস্টার-ই ছোবল দেবেন পাকিস্তানকে! সবুজ জার্সিতে বিষ ওগরাতে প্রস্তুত এই পাক তারকা
ফিরছেন ইমাদ ওয়াসিম
প্ৰথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি দলের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শনিবার পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেন ঘোষণা করে দিয়েছেন, ভারত ম্যাচেই খেলবেন ইমাদ। ইমাদের অন্তর্ভুক্তি ভরসা জোগাবে পাক শিবিরকে। তাঁর অনুপস্থিতিতে পাক দলের ভারসাম্যই টলে গিয়েছিল। অফ ফর্মে থাকা আজম খানকে খেলাতে বাধ্য হয়েছিল পাকিস্তান। একমাত্র স্পিনার হিসাবে ভরসা ছিলেন শাদাব খান। আজম খান এবং শাদাব খান দুজনেই নিজেদের মেলে ধরতে পারেননি। আজম খান গোল্ডেন ডাক করেছেন। শাদাব খান বল হাতে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি। ইমাদ ফিরলে বসতে হবে অফফর্মে থাকা আজম খানকে।
উসমান খানের জায়গায় সায়ুম আয়ুব:
পাকিস্তানের উঠতি প্রতিভাদের মধ্যে সেরা ভাবা হয় সায়ুম আয়ুবকে। তবে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি। কিছুদিন আগেই শেষ হওয়া পিএসএল-এ আয়ুব ১৫৭.৩৩ স্ট্রাইক রেটে ৩৪৫ রান করেছেন। বাবর আজমের সঙ্গে ওপেনিং পার্টনার হয়ে ঘুম উড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ দলের বোলারদের। জাতীয় দলে বাবরের সঙ্গে ওপেন করছেন মহম্মদ রিজওয়ান। সায়ুম তিন নম্বরে যথার্থ হতে পারেন। সেক্ষেত্রে বাইরে বসবেন উসমান খান।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ: বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ আমির, নাসিম শাহ, হ্যারিস রউফ