Rohit Sharma forgets coin during toss: নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে রোমহর্ষক লড়াই। সেই ম্যাচেই কানায় কানায় ভর্তি স্টেডিয়াম। ভারত প্ৰথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে খেলতে নেমেছিল। অন্যদিকে, ইউএসএ-র কাছে পাকিস্তান আবার সুপার ওভারে হার হজম করে ভারতের মোকাবিলায় নেমেছিল।
মেগা ম্যাচে কাজের কাজ করেন বাবর আজম। টসে জিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। তবে টসের সময়েই ঘটল মজার ঘটনা। পকেটে কয়েন রেখে ভুলেই গেলেন রোহিত। সঞ্চালক রবি শাস্ত্রী যখন টসের জন্য কয়েক বার করতে বলেন হিটম্যানকে। তিনি বেশ বিড়ম্বনায় পড়েন। শেষমেশ অনেক কষ্টে নিজেরই পকেট থেকে কয়েন বের করেন তিনি।
হালকা এই মুহূর্তে বাবর আজম নিজেও হেসে ফেলেন। এরপরেই নিজেদের সামলে টসের দিকে অগ্রসর হন দুই অধিনায়ক।
এক নেটিজেন মজা করে লিখেই দেন, যাঁদের ব্যাঙ্কে কোটি কোটি টাকা রয়েছে, তাঁরা কয়েন এভাবেই ভুলে যান"।
মেঘলা ওয়েদারে টসে জিতলে চোখ কান বুজে ফিল্ডিং নেওয়ার কথা। সেটাই করলেন ক্যাপ্টেন বাবর আজম। এমনিতে নাসাউয়ের পিচ যথেষ্ট ভয়ের উদ্রেক করেছে কুখ্যাত অসমান বাউন্সের জন্য। এবার সুইং নির্ভর পরিবেশে পাকিস্তানের আমের, শাহিন, নাসিম, রউফদের সামলানোর চ্যালেঞ্জ ছিল ভারতের টপ অর্ডারের কাছে।
টসে জিতল পাকিস্তান। সকাল থেকেই মেঘলা ওয়েদার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। টস শুরুর আধঘন্টা আগে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি কাঁপুনি ধরিয়েছিল ক্রিকেট বিশ্বের। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামতেই শুরু হয়েছে খেলা। দুই দফায় মাঠ পরিদর্শনের পর ম্যাচের বিষয়ে সবুজ সংকেত দেন আধিকারিকরা।
ম্যাচ অবশ্য আধঘন্টা পিছিয়ে গেল। টস হল ভারতীয় সময় অনুযায়ী আটটায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ভারত পাকিস্তান ম্যাচে তাঁদের।চেনা নেমেসিস কুলদীপ যাদবকে নামায় কিনা, সেদিকে নজর ছিল। তবে টসের সময় রোহিত জানালেন তাঁরা আয়ারল্যান্ডের ম্যাচের একাদশই খেলাতে চলেছেন। অর্থাৎ কুলদীপকে এবার ডাগ আউটেই বসতে হল।