Wasim Akram on Mohammad Rizwan and Babar Azam: পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের এবার একহাত নিলেন ওয়াসিম আকরাম। বলে দিলেন কোনও গেম এওয়ারনেস-ই নেই বাবরদের। ম্যাচের পর স্টার স্পোর্টস-এ পাক কিংবদন্তি বলে দিয়েছেন, "ওঁরা দশ বছর ধরে ক্রিকেট খেলছে। ওঁদের কে আমার পক্ষে শেখানো সম্ভব নয়। রিজওয়ান-এর কোনও ম্যাচ সচেতনতাই নেই।"
১২০ রানের টার্গেট চেজ করতে নেমে পাকিস্তান একসময় ১৪ ওভার শেষে ৮০/৩ ছিল। তারপরেই বুমরার সেই আগুনে গোলা আছড়ে ভেঙে দিয়েছিল রিজওয়ান-এর স্ট্যাম্প।
আকরাম বলে দিচ্ছেন, "ওঁর জানা উচিত বুমরাকে আক্রমণে আনা হয়েছিল উইকেট তোলার জন্য। বুদ্ধিমানের কাজ হত ওঁকে যদি একটু সতর্ক হয়ে খেলত রিজওয়ান। ও বিগ হিট হাঁকাতে গেল এবং উইকেট ছুড়ে দিল।"
লো স্কোরিং থ্রিলারে ভারত ১১৯ তোলার পর পাকিস্তান শেষমেশ ২০ ওভারে ১১৩-র বেশি তুলতে পারেনি। ভারতের কাছে ছয় রানে হেরে পাকিস্তান আপাতত গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে।
আরও পড়ুন: বুমরা নন, ম্যাচের মাঝে রোহিতের এই কাণ্ডই আসল জিতিয়েছে ভারতকে! ঐতিহাসিক জয়ের পরেই আসল রহস্য ফাঁস
আকরাম কড়া ভাষায় বলেছেন, "ইফতিকার আহমেদ লেগ সাইডে একটাই শট জানে। বছরের পর বছর ধরে ও দলের সঙ্গে রয়েছে। কিন্তু কীভাবে ব্যাট করতে হয় সেটাই জানে না। ফখর জামানকে গেম এওয়ারনেস শেখানো সম্ভব নয়। পাকিস্তানি প্লেয়ারদের ধারণা ওঁরা যদি পারফর্ম না করতে পারে, তাহলে কোচিং স্টাফ বদলে ফেলা হবে। সময় এসেছে কোচিং স্টাফ অপরিবর্তিত রেখে গোটা দল বদলে ফেলার।"
অধিনায়কত্ব বদলের পর শাহিন আফ্রিদি এবং বাবর আজমের সম্পর্ক তলানিতে, এমনটাই বলেছেন আকরাম। কোনও রাখঢাক না করেই তিনি বলেছেন, "দলের অনেকেই রয়েছে যাঁরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলে না। আরে এটা আন্তর্জাতিক ক্রিকেট। তোমরা দেশের হয়ে খেলছ। এদের ঘরে বসিয়ে রাখা হোক।"
টি২০ বিশ্বকাপের আগে এটাই দ্বিতীয় সর্বনিম্ন স্কোর যা ডিফেন্ড করলেন ভারতীয়রা। সবমিলিয়ে টি২০ বিশ্বকাপের ইতিহাসে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান দাঁড়াল ৭-১'এ।