India vs Australia T20 World Cup 2024 Match Today: সোমবার সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ভারত সুপার-৮'এর শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। এই ম্যাচে বৃষ্টির ব্যাপক সম্ভবনা রয়েছে।
বৃষ্টি হলে ভারতের কোনও সমস্যা নেই। সোজা সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলবে। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিষয়টি মোটেই সেরকম নয়।
ভারত অজিদের বিরুদ্ধে জিতলে তো কথাই নেই। গ্রুপের শীর্ষস্থান অর্জন করে শেষ চারে পৌঁছে যাবেন রোহিতরা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সেমি ওঠার স্বপ্নও ধাক্কা খাবে। ৪৮ ঘন্টা আগেই আফগানিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ক্যাঙ্গারুদের।
Accuweather-এর পূর্বাভাস অনুযায়ী, সেন্ট লুসিয়ায় পুরো দিন জুড়েই বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১০.৩০-এ (ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৮.০০ টায়) ম্যাচ শুরুর আগেই ঝেঁপে বৃষ্টি নামার কথা বলা হয়েছে।
সেই পূর্বাভাসে আরও বলা হয়েছে, ম্যাচ চলাকালীন ১৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সম্ভবনাও জানিয়ে দেওয়া হয়েছে।
Group 1 scenarios
ভারতকে কী করতে হবে?
সোমবার ভারতের সর্বোত্তম পন্থা অজিদের বিরুদ্ধে জেতা। হারলেও সমস্যা নেই। তবে তা যেন বড় ব্যবধানে না হয়। বৃষ্টি হলে ভারত সরাসরি কোয়ালিফাই করে যাবে শেষ চারে।
অস্ট্রেলিয়াকে কী করতে হবে?
মিচেল মার্শের দল (+0.223) নেট রানরেটে এগিয়ে রয়েছে আফগানদের (-0.650) থেকে। ভারতকে পেরিয়ে শীর্ষস্থান দখল করতে হলে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে জয় হাসিল করতে হবে।
আফগানিস্তানকে কী করতে হবে?
আফগানিস্তানের সেমিতে যাওয়ার ভাগ্য পুরোটাই নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ফলাফলের ওপর। ভারত জিতে গেলে আফগানিস্তানকে মঙ্গলবার সকালে স্রেফ বাংলাদেশকে হারলেই হবে। ভারত হারলে, আফগানদের জিততেই হবে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর নেট রানরেট বিচার্য হবে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে। বৃষ্টিতে ইন্দো-অজি ম্যাচ ভেস্তে গেলে আফগানদের স্রেফ বাংলাদেশ ম্যাচ জিতলেই হবে। সমীকরণের কোনও কচকচানি থাকবে না।
বাংলাদেশকে কী করতে হবে?
রবিবার আফগানিস্তানের দুর্ধর্ষ হয়ে সেমিতে যাওয়ার ক্ষীণ হলেও আশা রয়েছে বাংলাদেশের। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় চাইবে বাংলাদেশ। তারপর শেষ ম্যাচে আফগানিস্তানকে হারলেই ভারত বাদে গ্রুপের তিন দলের পয়েন্ট একই জায়গায় দাঁড়াবে। তখন নেট রানরেট বিচার্য হবে। বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে বাংলাদেশ সরাসরি ছিটকে যাবে।