India vs Pakistan, ticket price: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার যে কোনও পর্যায়ের ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে টিকিটের চাহিদা থাকবে না, তা হয় নাকি! ডলারের পর ডলার উড়ছে। হট কেকের মত বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিট। যে কোনও অর্থ খরচেই কার্পণ্য করছেন না যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারত-পাকিস্তান সমর্থকরা।
সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে রিসেল করার ওয়েবসাইট স্টাটহাব-এ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ২৫২ নম্বর সেকশনে ২০ নম্বর রোয়ে এক টিকিটের দাম চাওয়া হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৪০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১.৪৬ কোটি টাকা।
এই রিসেল ওয়েবসাইটেই আইনসম্মতভাবে নিজের দখলে থাকা কোনও বস্তু রিসেল করা যায়। এমন নয় যে বিক্রেতার দামেই সেই টিকিট বিক্রি হবে। তবে সেই বিক্রেতা যে এই টিকিট এই মূল্যের বিনিময়ে দিতে চান, সেটাই মূল বিষয়।
ভারত-পাক ম্যাচে টিকিটের চাহিদা আকাশছুঁয়ে ফেলবে এমনটা আগাম আঁচ করেই অনেক স্থানীয় বা প্রবাসী এশিয়ানরা এই ম্যাচের টিকিট কেটেছেন আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরেই সেই টিকিট চড়া দামে তাঁরা রিসেল করছেন শেষ মুহূর্তে টিকিট প্রত্যাশীদের কাছে। কলকাতা সহ গোটা দেশেই যে টিকিট ব্ল্যাকের রমরমা, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আইনসম্মতভাবে নতুন মাত্রা পেয়েছে। যার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটের সেরার সেরা যুদ্ধ ভারত-পাক মহারণ।
এমনিতে আইসিসির তরফে এই ম্যাচের জন্য টিকিট ছাড়া হয়েছে, তাতে বাউন্ডারি ক্লাব সেকশনের টিকিটের মূল্য ১৫০০ মার্কিন ডলার। ডায়মন্ড ক্লাব সেকশনে বসার জন্য গচ্চা দিতে হবে ১০ হাজার মার্কিন ডলার।
কর্নার্স ক্লাব এবং কাবানাস সেকশনে টিকিটের দাম যথাক্রমে ২৭৫০ এবং ৩০০০ মার্কিন ডলার। আইসিসি আসলে 'পাবলিক ব্যালট' সিস্টেমে টিকিট বণ্টনের ব্যবস্থা করে। যেখানে নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদনকারীদের মধ্যে থেকে বাছাইয়ের মাধ্যমে কয়েকজনকে টিকিট দেওয়া হয়। যারা এই ব্যালটের মাধ্যমে টিকিট পেয়েছেন আগে, তারাই রিসেল বিভিন্ন ওয়েবসাইটে সেই টিকিট চড়া দামে বিক্রি করে লাভ কুড়োচ্ছেন মোটা অঙ্কের টাকা। সেই সমস্ত ওয়েবসাইটে ভারত-পাক ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ১০০০ ডলারের মধ্যে। তবে বিশেষ বিশেষ জোনের টিকিটের মূল্য রাখা হয়েছে লাগামছাড়া। এক কোটির বেশি সেই টিকিট বাদ দিয়েও স্টাবহাব-এর লিস্টিংয়ে রয়েছে ১৮ হাজার ডলারের টিকিট। ডায়মন্ড সেকশনে এক টিকিটের দাম উঠেছে ১৩ হাজার ৪৯৬ মার্কিন ডলার।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৪ হাজার। আইসিসি জানিয়েছে, ভারত-পাক ম্যাচে টিকিটের চাহিদা ২০০ গুণ বেড়ে গিয়েছে। ভারত-পাক ম্যাচে যেমন টিকিটের হাহাকার। অন্যদিকে, অন্যান্য ম্যাচ গুলোর জন্য টিকিটের কার্যত চাহিদাই নেই। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে এই একই ভেন্যুতে আইসিসির ওয়েবসাইটে টিকিট বিকোচ্ছে মাত্র ১২০ ডলারে (প্রিমিয়াম) এবং ৭০০ ডলারে (প্রিমিয়াম ক্লাব সেকশন)।
ভারত বনাম ইউএসএ ম্যাচেও টিকিটের দাম যথেষ্ট বেশি। প্রিমিয়াম, প্রিমিয়াম ক্লাব লাউঞ্জ, কাবানাস এবং ডায়মন্ড ক্লাব সেকশনে টিকিটের দাম যথাক্রমে ৩০০, ১০০০, ১৩৫০ এবং ৭৫০০ মার্কিন ডলার।
ভারত ম্যাচ মানেই আইসিসির ভাঁড়ার উপচে পড়া- আবার-ও প্রমাণ মিলল।