Advertisment

Team India-ICC: নামেই বিশ্বকাপ, ভারতকে নিয়ে আসলে পাড়ার টুর্নামেন্টে ICC! নির্লজ্জভাবে রোহিতদের জন্যই যাবতীয় সুবিধা

Indian cricket team: অস্ট্রেলিয়া বিশ্বকাপে টানা চারটে ম্যাচ জিতেছে। নেট রানরেট ২.৭৯১। যে কোনও ধরণের বৈশ্বিক টুর্নামেন্টে এই ঘটনায় যে কোনও দলের বাড়তি সুবিধা প্রাপ্য। তবে এবারের টি২০ বিশ্বকাপ আইসিসির খামখেয়ালিপনার সাক্ষী থাকছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Weather Forecast: Rain is likely to play spoilsport

রোহিত শর্মা এবং কো-এরও জানার সুবিধা রয়েছে যে তাদের প্রতিটি ম্যাচ একই সময়ে খেলা হবে - ভারতের প্রাইম টাইমের সাথে সম্পর্কিত। (এপি/পিটিআই)

Indian Cricket Team in t20 World Cup 2024: ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার অভিপ্রায় ছিল অস্ট্রেলিয়ার। সেই ইচ্ছা ঠারেঠোরে স্বীকারও করে নিয়েছিলেন ম্যাথু ওয়েড, জস হ্যাজেলউডরা। স্কটল্যান্ডের কাছে ইচ্ছা করে হেরে গেলেই মাথায় হাত পড়ত ইংরেজদের। তবে তাতে ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ থাকত।

Advertisment

সেই ঘটনা ঘটেনি। স্কটল্যান্ড লড়াই করেও অজিদের হারাতে পারেনি। হাসতে হাসতে অস্ট্রেলিয়ার সঙ্গেই শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে টানা চারটে ম্যাচ জিতেছে। নেট রানরেট ২.৭৯১। যে কোনও ধরণের বৈশ্বিক টুর্নামেন্টে এই ঘটনায় যে কোনও দলের বাড়তি সুবিধা প্রাপ্য। তবে এবারের টি২০ বিশ্বকাপ আইসিসির খামখেয়ালিপনার সাক্ষী থাকছে। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই যে সুপার-৮'এ মুখোমুখি হবে এটা পূর্ব নির্ধারণ করেই রেখেছিল আইসিসি। ভারত গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে A1। অথচ অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে B2 দল হিসেবে খেলতে নামবে সুপার-৮ পর্বে। ভারত-অস্ট্রেলিয়া দুই দলই গ্রুপ পর্বে প্রথম অথবা দ্বিতীয়- যে স্থানেই থাকুক না কেন, তাঁদের সিড আগেই থেকেই ঠিক করে রেখেছে আইসিসি।

অজি পেসার মিচেল স্টার্ক স্কটল্যান্ড ম্যাচের পরেই আইসিসির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। বলে দিয়েছেন, "প্রি-সিডিং (আগে থেকেই দলের অবস্থান সংক্রান্ত রাঙ্কিং) নিয়ে প্রশ্ন তোলা জরুরি। আমার মনে হয় না, আমি খুব একটা এই বিষয়ের পক্ষে।"

গ্রুপ পর্বের অদ্ভুত ড্র

ফরম্যাট এবং শিডিউল নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। কীভাবে দলগুলোকে সুপার-৮ এ গ্রুপিং করা হল। তা নিয়ে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে। এই সূচি এবং ফরম্যাটের বিন্যাসে যে ভারত সবথেকে সুবিধাপ্রাপ্ত দল, তা নিয়ে সন্দেহ নেই। এমন ভাবেই ফরম্যাট করা হয়েছে, যেখানে শক্তি সামর্থ্যের বিচারে ছোট দল বড় নামি দলগুলোকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেই বিষয়টিকেই উৎসাহ দেওয়া হয়নি।

যে কোনও ধরণের বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচ থাকবেই। এটাই তো আইসিসির সোনার ডিম পাড়া রাজহাঁস। তা যথেষ্ট স্বচ্ছতার অভাব সত্ত্বেও প্রত্যেক বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে ফেলে লড়িয়ে দেওয়া হয় আর্থিক লাভের তাগিদে। ২০১২ ছিল ব্যতিক্রম। সেবার ভারত-পকিস্তানকে এক গ্রুপে রাখা হয়নি।

আরও পড়ুন: গম্ভীর নয়, দুর্ধর্ষ সাক্ষাৎকার বাংলার প্রাক্তন কোচের! টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ে বড় টুইস্ট শেষবেলায়

গ্রুপ পর্বের এই সূচি বিন্যাসের ড্র কীভাবে করা হয়, তা বরাবর-ই 'ট্রেড সিক্রেট'। স্রেফ নিয়ম মাফিক ঘোষণা করা হয় আইসিসির তরফে। ভারত-পাকিস্তান ফর্মুলার পথে হেঁটে একইভাবে ইদানিং গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড এবং বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচও আয়োজন করছে আইসিসি। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে বছরের পর বছর ধরে একই গ্রুপে রাখা হচ্ছে, এ ঘটনা অকল্পনীয়।

অদ্ভুত প্রি সিডিং

গ্রুপ পর্বের ফলাফল যাই হোক না কেন, হেভিওয়েট দলগুলোর সঙ্গে আগেই করে রাখা হয়েছে প্রি-সিডিং। তাই গ্রুপ পর্বের দলগুলোর উদ্দাম সাফল্যের অঙ্ক সুপার-৮'এ বয়ে আনার সুযোগ রাখা হয়নি। গ্রুপ-১'এ রাখা হয়েছে A1, B2, C1, D2। গ্রুপ-২'এ রাখা হয়েছে A2, B1, C2, D1। '1 এবং 2' মোটেও গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন অথবা রানার্স বিষয়ক নির্ণায়ক মাপকাঠি নয়, বরং এগুলো হল প্রি সিডিং। স্বভাবিকভাবে গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে যে সুপার-৮ নির্ধারণ- সেই বিষয়টিই অনুপস্থিত এই গোটা ঘটনায়।

কোনও চমক রাখার ব্যবস্থা নেই এই ড্র এবং সূচি নির্ধারণে। আগে থেকেই যেন সবকিছু রিসেট করে রাখা হয়েছে। গ্রুপ পর্বের নেট রানরেট অথবা পয়েন্ট সুপার-৮ পর্বে ধার্য হবে না। এই বিষয়টিও আশ্চর্যের।

এই প্রি সিডিং বিষয়টিকেই নস্যাৎ করে সুপার-৮'এ উঠে এসেছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই ম্যাচ ছিল গ্রুপ পর্বের শীর্ষস্থান এবং রানার্স নির্ণায়ক। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচই দিনের শেষে গুরুত্বহীন। কারণ আগে থেকেই দুই দলের প্রিসিডিং হয়ে রয়েছে। সুপার-৮'এও গ্রুপ বিন্যাসে তারতম্য হবে না এই ম্যাচের ফলাফলে। আগে থেকেই কতগুলো ডেড রাবার ম্যাচ ঠিক করে রাখা হয়েছে।

Pakistan's captain Babar Azam, right, and India's captain Rohit Sharma walk into the field before the start of the ICC Men's T20 World Cup cricket match between India and Pakistan at the Nassau County International Cricket Stadium in Westbury, New York
নিউইয়র্কের ওয়েস্টবারির নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ শুরুর আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ডানদিকে এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা মাঠে হাঁটছেন। (এপি | পিটিআই)

ভারতকে অনৈতিক সুবিধা
ভারত বিশ্বকাপে যতক্ষণ থাকবে, ততক্ষণই আইসিসির কোষাগার ভরতে থাকবে। সোনার সেই রাজহাঁসের জন্য আইসিসি যে স্পেশ্যাল বরাদ্দ করবে তা তো এখন ওপেন সিক্রেট। ২০০৭-এ ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইন্ডিয়া। ক্ষতি হয়েছিল আইসিসির। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমনভাবেই গ্রুপ বিন্যাস করা হয়, যাতে ভারত সবথেকে সুবিধাপ্রাপ্ত দল হয়। যাতে ভারতকে অপ্রত্যাশিত বিদায়ের হাত থেকে বাঁচানো যায়, সেই জন্য গ্রুপ পর্ব থেকে ফরম্যাট সবকিছুই নির্ধারণ করা হয়। ওয়ানডে বিশ্বকাপে এমন ভাবে গ্রুপ পর্ব ফেলা হয় যাতে ভারত গ্রুপ থেকে বিদায় নিলেও নূন্যতম পাঁচ-ছয় ম্যাচ খেলতে পারে। ২০২১-এ লজ্জাজনক পারফর্ম করেছিল টিম ইন্ডিয়া। তবে সেবার-ও ভারত পাঁচ ম্যাচ খেলেছিল। সুপার-১২ এ দুই পুলের প্রত্যেকটিতে সেবার রাখা হয়েছিল ৬ দলকে।

সব দলের ওপরে একটাই দল

এবারের বিশ্বকাপে ভারতের সূচি এমনভাবে ফেলা হয়েছে যাতে রোহিত-কোহলিদের বিভিন্ন ভেন্যুতে চরকি পাক না খেতে হয়। বেশি ট্র্যাভেলিংয়ের ধকল যাতে এড়ানো যায়। অন্য দলগুলো যেখানে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে, এক দেশ থেকে অন্য দেশে প্রাণান্তকর পরিশ্রম করেছে, সেখানে ভারত কার্যত বেস ক্যাম্প বানিয়ে ফেলেছিল নিউ ইয়র্কে। প্রস্তুতি ম্যাচ সহ মোট চারটি ম্যাচ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে খেলার পর ভারত শেষ ম্যাচ খেলেছিল ফ্লোরিডায়।

আরও পড়ুন: গ্রুপ পর্ব থেকেই বিদায়, তবু ২০২৬ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই পাকিস্তানের! আইসিসির নিয়মে তোলপাড়

ভারত-ইউএসএ ম্যাচে আয়োজক দেশ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্ৰথমবার খেলতে নেমেছিল। অথচ ভিজিটিং দেশ ভারত তখন ইতিমধ্যেই সেই ভেন্যুতে তিনটি ম্যাচ খেলে ফেলেছিল। এতটাই হাস্যকর হয়ে দাঁড়িয়েছে এবারের বিশ্বকাপ।

T20 World Cup 2024: India vs Canada abandoned
ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ডানদিকে, ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে কথা বলছেন কানাডা এবং ভারতের মধ্যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের আগে, লডারহিল, ফ্লা., শনিবার, 15 জুন, 2024-এ সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে। /পিটিআই)

ভারতের প্রাইম টাইম
অন্য দলগুলোকে খেলতে হচ্ছে একাধিক টাইম জোনে। ভারত অবশ্য আলাদাই। একই সময়ে ভারতের সমস্ত ম্যাচ ফেলা হয়েছে। সেই সময় ভারতের প্রাইম টাইম অনুযায়ী। তাই দিনের অন্য সময়ে খেলে মানিয়ে নেওয়ার কোনও চ্যালেঞ্জ-ই নেই ভারতের কাছে। এমনকি সুপার-৮ পর্বে ভারত খেলবে ধরে নিয়েই সমস্ত ম্যাচ চালু রাখা হয়েছে ভারতীয় সময় রাত ৮টায়। চলতি বিশ্বকাপে ভারতই একমাত্র দল যাদের আগাম জানিয়ে রাখা হয়েছে সেমিফাইনালে তাঁদের ম্যাচ কোন ভেন্যুতে হবে, ঠিক কোন সময়ে।

ঘটনা হল ভারতকে এই সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে অনেকটাই হাত রয়েছে সম্প্রচারকারী সংস্থার। তবে ভারতের প্রকৃত ক্রিকেট সমর্থকরা অস্ট্রেলিয়ার সফরের সময় যেন ভোরবেলা খেলা দেখেন, তেমন ক্যারিবিয়ান সফরে রাত জেগে টিভিতে চোখ রাখেন। এটা হয়ত নামেই বিশ্বকাপ। সত্যি কি গোটা বিশ্বকে এভাবে ক্রিকেট যজ্ঞে সামিল করা সম্ভব?

ICC BCCI Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment