Advertisment

Inzamam-ul-Haq-Rohit Sharma: আমাদের শেখাতে এসো না! ফাইনালের আগে রোহিতকে ধুলো উড়িয়ে আবার আক্রমণ ইনজামামের

Inzamam-ul-Haq accuses BCCI of bias: রোহিতের এই প্রত্যাঘাতেও দমছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ইনজামাম উল হক আবার-ও নিশানা করলেন রোহিত শর্মাকে

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma on Inzamam-ul-haq's allegations:

Rohit Sharma on Inzamam-ul-haq's allegations: ইনজামাম বল বিকৃতির অভিযোগ এনেছেন রোহিতদের বিরুদ্ধে (টুইটার)

Inzamam-ul-Haq allegations: ফাইনালের আগে আবার-ও ফুঁসে উঠলেন ইনজামাম উল হক। ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনে পাক টিভি চ্যানেলে সরব হয়েছিলেন ইনজামাম উল হক। একদিন পরেই পাল্টা রোহিতের পরামর্শ ভেসে এসেছিল, "মন সম্প্রসারিত করুন। মাথা খাটিয়ে বক্তব্য রাখুন।"

Advertisment

তবে রোহিতের এই প্রত্যাঘাতেও দমছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ইনজামাম উল হক আবার-ও নিশানা করলেন রোহিত শর্মাকে বলে দিলেন, "আমরা অবশ্যই মাথা খাটাব। রোহিত তো শেষমেষ স্বীকার করল রিভার্স সুইং হচ্ছে। এর অর্থ আমাদের পর্যবেক্ষণ একদম সঠিক। রিভার্স সুইংয়ের জন্য কতটা সূর্যের আলো প্রয়োজন, কোন ধরণের পিচ দরকার সেটা রোহিতের বোঝানোর দরকার নেই। সেটা আমরা ভালোভাবেই জানি। আমরা বিশ্বকে যা শিখিয়েছিলাম, সেটা আমাদের শেখানো উচিত নয়। ওঁকে কেউ বোঝাক, এভাবে বলা ঠিক নয়।"

"১৫ তম ওভারেই বল রিভার্স সুইং হচ্ছে। এটার জন্য আম্পায়ারদের চোখ-কান খোলা রাখার পরামর্শ দিয়েছিলাম। আমি এখনও আমার বক্তব্যে অনড়। আমি আবার-ও বলব, চোখ-কান খোলা রাখো, এটা কী হচ্ছে। আম্পায়াররাও যদি নিজেদের ব্রেন ব্যবহার করে, তাহলে সেটা সকলের জন্যই ভালো হবে।"

এর আগে ইনজামাম বিস্ফোরকভাবে বল বিকৃতির অভিযোগ এনেছিলেন, "এটা কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই অর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।"

"তাঁর অভিযোগ কার্যত অবাস্তব, এমনটা বিবেচনা করেই পরে ইনজামাম ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন। বলেন, "বুমরা যদি রিভার্স সুইং করত, তাহলে নয় বোঝা যেত ওঁর অদ্ভুত একশনের জন্য এরকম হচ্ছে। রিভার্স সুইং হওয়ার আগে বল প্রস্তুত করতে হয়। এমন হতে পারে বারবার বলে আঘাত লেগে থাকতে পারে। বারবার চার-ছক্কা হওয়ায় বল রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যেতেই পারে। পিচ-ও সেরকম ছিল। তবে যাই হোক না কেন, নজর রাখতে হবে।"

ইনজামামের সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। সরাসরি বলে দেন, "আরে, এর কী জবাব দেব। এখানকার উইকেট এত শুকনো, ঝকঝকে রোদে খেলা হচ্ছে। সমস্ত দলই রিভার্স সুইং পাচ্ছে। কখনও কখনও নিজের মনটাকেও সম্প্রসারিত করতে হয়। বুঝতে হবে কোন কন্ডিশনে খেলা হচ্ছে। এটা অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড নয়। এটাই আমার বক্তব্য।"

T20 World Cup Indian Team Rohit Sharma Cricket World Cup Indian Cricket Team
Advertisment