Advertisment

Inzamam-ul-Haq comments on India's scheduling advantage: নিয়ম পাল্টে ভারতকে ফাইনালে তুলল ICC! বিতর্কের ঢেউ তুলে বোমা ইনজামামের

Inzamam-ul-Haq accuses BCCI of bias: বিশ্বকাপের ভেন্যু বাছাই নিয়ে বড়সড় অভিযোগে বিদ্ধ করলেন আইসিসিকেও। বলে দিলেন গায়ানাতে ইচ্ছা করেই সেমিফাইনালের আয়োজন করা হয়েছে এবং রিজার্ভ ডে রাখা হয়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Inzamam-ul-haq, Arshdeep Singh, Ball Tampering Allegations

Arshdeep Singh Ball Tampering Allegations: ভারতের বিরুদ্ধে অভিযোগ ইনজমাম উল হকের (টুইটার)

Inzamam-ul-Haq allegations: আগেই বোমা ফাটিয়েছিলেন। তাঁর হাস্যকর অভিযোগে উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে সেখানেই তিনি থামছেন না। ইনজামাম উল হক বুঝিয়ে দিলেন তিনি থামার বান্দা নন। বল বিকৃতির পর এবার ভারতের দাদাগিরির বিরুদ্ধে সরব হলেন তিনি। বলে দিলেন, সমস্ত দলের জন্য এক নিয়ম। আর ভারতের জন্য আলাদা!

Advertisment

বিশ্বকাপের ভেন্যু বাছাই নিয়ে বড়সড় অভিযোগে বিদ্ধ করলেন আইসিসিকেও। বলে দিলেন গায়ানাতে ইচ্ছা করেই সেমিফাইনালের আয়োজন করা হয়েছে এবং রিজার্ভ ডে রাখা হয়নি। যাতে বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে ভারত ফাইনালে পৌঁছতে পারে।

নিউজ ২৪-এর হাঙ্গামা শো-এ হাজির হয়ে ইনজামাম বলে দেন, "আপনি যদি দুই সেমিফাইনালের দিকে তাকান, দেখা যাবে একমাত্র ভারত ম্যাচেই রিজার্ভ ডে নেই। কারণ একটাই ভারত সমস্ত ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে। কোনওকারণে বৃষ্টিতে খেলা পণ্ড হলেই যাতে ভারতকে ফাইনালে তোলা যায়। প্রত্যেক ম্যাচের জন্য আলাদা আলাদা নিয়ম।"

"পাকিস্তান যখন এশিয়া কাপে শক্ত পজিশনে ছিল, সেই সময় হঠাৎ করেই রিজার্ভ ডে নিয়ে আসা হল। ইন্ডিয়ার হাতে এত ক্ষমতা রয়েছে যে এমনকি ইংল্যান্ড-ও ওঁদের সঙ্গে পেরে উঠছে না। ক্রিকেটকে স্রেফ একটা শক্তিই চালিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেটে আর বিগ থ্রি নেই। রয়েছে কেবল ওয়ান ফোর্স।"

ইনজামামের কথার সূত্র ধরে পাক টিভি চ্যানেলের সেই সঞ্চালক বলে দেন, আর্থিক শক্তির জন্যই হয়ত ভারতের এই রমরমা।

এর আগে ইনজামাম বিস্ফোরকভাবে বল বিকৃতির অভিযোগ এনেছিলেন, "এটা কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই অর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।"

"তাঁর অভিযোগ কার্যত অবাস্তব, এমনটা বিবেচনা করেই পরে ইনজামাম ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন। বলেন, "বুমরা যদি রিভার্স সুইং করত, তাহলে নয় বোঝা যেত ওঁর অদ্ভুত একশনের জন্য এরকম হচ্ছে। রিভার্স সুইং হওয়ার আগে বল প্রস্তুত করতে হয়। এমন হতে পারে বারবার বলে আঘাত লেগে থাকতে পারে। বারবার চার-ছক্কা হওয়ায় বল রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যেতেই পারে। পিচ-ও সেরকম ছিল। তবে যাই হোক না কেন, নজর রাখতে হবে।"

ইনজামামের সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত। সরাসরি বলে দিয়েছেন, "আরে, এর কী জবাব দেব। এখানকার উইকেট এত শুকনো, ঝকঝকে রোদে খেলা হচ্ছে। সমস্ত দলই রিভার্স সুইং পাচ্ছে। কখনও কখনও নিজের মনটাকেও সম্প্রসারিত করতে হয়। বুঝতে হবে কোন কন্ডিশনে খেলা হচ্ছে। এটা অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড নয়। এটাই আমার বক্তব্য।"

ICC Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket Indian Cricket Team Indian Team T20 World Cup Pakistan Cricket Team
Advertisment