Advertisment

terrorist threat in India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচে রক্তগঙ্গা বওয়ানোর হুমকি! কোহলিরা ম্যাচে নামার আগেই জঙ্গি-ঝড় টি২০ বিশ্বকাপে

terrorist threat t20 world cup 2024: জঙ্গি সংগঠন আইএসের হুমকি দেওয়া পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ছেয়ে ফেলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Pakistan, ইন্ডিয়া, পাকিস্তান

India-Pakistan: ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে টস করার সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। (ফাইল ছবি)

Nassau cricket stadium india vs pakistan: ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস (ISIS)। আর, তারপরই আইসিসির আশঙ্কা দূর করতে এগিয়ে এসেছে নাসাউ পুলিশ। তারা জানিয়েছে, ৯ জুন ওই হাইভোল্টেজ ম্যাচ স্টেডিয়ামের ভিতরে নিশ্ছিদ্র নিরাপত্তায় হবে। আইজেনহাওয়ার পার্কে হতে চলা ভারত-পাকিস্তান গ্রুপ বি-র ওই ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামে ৩৪ হাজার দর্শক থাকার কথা। তার আগে শনিবার, ১ জুন ২০২৪ টি-২০ বিশ্বকাপ, গ্র্যান্ড প্রেইরিতে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে।

Advertisment

এমনিতে সবকিছু ভালোই চলছিল। আচমকা হমকি দিয়ে বসেছে জঙ্গি সংগঠন আইসিস বা আইএসআইএস। নয়া খলিফার নেতৃত্বে ইসলামিক সাম্রাজ্য তৈরির চক্রান্তকারী এই সংগঠন বর্তমানে তাদের শাখা ছড়িয়ে রেখেছে ইউরোপ আর আমেরিকায়। লক্ষ্য একটাই, সুযোগ পেলেই নাশকতা ঘটানো। সেজন্য এবার সফট টার্গেট হিসেবে তারা টি-২০ বিশ্বকাপের ম্যাচকে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সুরক্ষার আশ্বাস দিয়েছে নাসাউ কাউন্টি পুলিশ। তারা জানিয়েছে, নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণই নেই। ৯ জুনের ম্যাচে, স্টেডিয়ামে জঙ্গি কেন, সাধারণ দর্শক আর ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত লোকজন ছাড়া কোনও মাছিও গলতে পারবে না।

এই ব্যাপারে নাসাউ কাউন্টির কমিশনার প্যাট্রিক জে রাইডার সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি এই গ্যারান্টি দিতে পারি যে, ৯ জুন নাসাউ কাউন্টিতে স্টেডিয়ামের ভিতরে ম্যাচ হলে, কোনও ভয়ের সম্ভাবনা নেই।' একই আশ্বাস দিয়েছেন নিউইয়র্কের প্রথম মহিলা গভর্নর ক্যাথি হোচুলও। তিনি সোশ্যাল মিডিয়া এক্স অ্যাকাউন্টে বলেছেন, 'ক্রিকেট বিশ্বকাপে যাতে নিরাপত্তা বিঘ্নিত না-হয়, তা নিশ্চিত করতে প্রশাসন এবং পুলিশ একযোগে কাজ করছে। আমি নিউইয়র্ক পুলিশ বিভাগকে নিরাপত্তা বাড়াতে বলেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারি চালিয়ে যাব।'

তবে, প্রশাসন আশ্বাস দিলেও জঙ্গি সংগঠন আইএসের হুমকি দেওয়া পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ছেয়ে ফেলেছে। সেই পোস্টারে নাসাউ স্টেডিয়ামের নামের পাশে ভারত বনাম পাকিস্তান ম্যাচের তারিখ দেখানো হয়েছে। পোস্টারে লেখা আছে, 'আপনি ম্যাচের জন্য অপেক্ষা করুন। আর, আমরা আপনার জন্য অপেক্ষা করছি।'

আরও পড়ুন- এই বিশ্বকাপই শেষবার! আর দেখা যাবে না একের পর এক তারকাকে, রয়েছেন নাইট সুপারস্টারও

এই সব হুমকির আগেই অবশ্য গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মে মাসের গোড়ার দিকে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রাউলি, বিশ্বকাপের মতো বড় ইভেন্টে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'জঙ্গি হুমকি ২১ শতকের বিশ্বে সবচেয়ে বড় বিপদ। দুষ্কৃতীরা যে কোনও রাস্তা নিতে পারে। তাই জঙ্গি হুমকি পুরোপুরি ঠেকানো কার্যত অসম্ভব।' পরে এক যৌথ বিবৃতিতে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলেছে, 'আমরা আয়োজক দেশ এবং প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি। সবকিছু মাথায় রাখা হচ্ছে। কোনও ঝুঁকি নিতে রাজি নই।'

ICC West Indies USA ISIS Terrorist Attack T20 World Cup India-Pakistan Threat Post
Advertisment