Advertisment

Jay Shah announces prize money: ভারত চ্যাম্পিয়ন হতেই লাগামছাড়া পুরস্কারের ঘোষণা জয় শাহদের! শত শত কোটি টাকা ছড়াতে চলেছে BCCI

BCCI prize money: শনিবার বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য বিসিসিআই সেক্রেটারি জয় শাহ 125 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah announces prize money for Team India:

Jay Shah announces prize money for Team India: চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিসিসিআইয়ের তরফে ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হল (বিসিসিআই)

India World Cup prize money: বার্বাডোজে শনিবার ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করল বিসিসিআই। ভারতের বিশ্বকাপ জয়ের একদিন পর রবিবার বড় ঘোষণায় জয় শাহ টুইটারে লিখে দেন, "টি২০ ওয়ার্ল্ড কাপ জয়ে টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই দল গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী প্রতিভা, দৃঢ়তা এবং খেলোয়াড়ি সুলভ মানসিকতা দেখিয়ে এসেছে। দুর্ধর্ষ এই কৃতিত্বের জন্য সমস্ত ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন।"

Advertisment

আইসিসির ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে দেওয়া হবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২০.৪২ কোটি টাকা)। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা পেতে চলেছে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১০.৬৭ কোটি টাকা)।

শেষবার আইসিসি ট্রফি ভারত জিতেছিল ২০১৩-য়। ধোনির নেতৃত্বে সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। সেই অর্জনের ১১ বছর পর এল রোহিতের নেতৃত্বে আরও একটা আইসিসি খেতাব। ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপ জয়ের পর এই নিয়ে ভারত দ্বিতীয়বার কুড়ি কুড়ি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হল।

সিনিয়র তারকা রোহিত, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্রিজটাউনে ঐতিহাসিক জয়ের পরপরই T20I ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। টি২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুজনেই শীর্ষে। কুড়ি কুড়ি বিশ্বকাপেও দুজনে সবথেকে বেশি রান করেছেন।

প্রধান কোচ এবং প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ও দলের সঙ্গে তার মেয়াদ শেষ করেছেন। শেষবেলায় জাতীয় দলের কোচ হিসেবে বড় নজির গড়লেন তিনি চ্যাম্পিয়ন কোচ হয়ে।

T20 World Cup Indian Team Jay Shah BCCI ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment