Kamran Akmal on Virat Kohli and Umar Akmal stats: কয়েকদিন আগেই নিজের শার্টলেস ছবি পোস্ট করেছিলেন। নিজের ফিটনেসের ইঙ্গিত দিয়ে লিখেছিলেন, 'এটেনশন প্লিজ, এটা তাঁদের জন্য যাঁরা মনে করেন আমি ফিট নই।' সেই উমর আকমল আবার-ও আলোচনায়।
উমরানের ভাই এবং পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার কামরান আকমল বলে দিলেন, টি২০ ওয়ার্ল্ড কাপে বিরাটের থেকে নাকি তাঁর দাদার পরিসংখ্যান ভালো।
এআরওয়াই নিউজে কামরান বলে দিয়েছেন, "গতকালই পরিসংখ্যান পেলাম। উমরের ব্যাপারে কথা বলছিলাম। ও তো এমনিতে বিরাটের ছোট আঙুলেরও যোগ্য নয়। তবে উমরের স্ট্রাইক রেট কিন্তু বিরাটের থেকে বেশি। সর্বোচ্চ রান-ও বিরাটের থেকে বেশি। আমাদের যেহেতু পিআর কোম্পানি নেই। তাই আমরা নিজেদের ঢাক সোশ্যাল মিডিয়ায় পেটাতে পারি না।"
আকমলের আরও বক্তব্য, যদি বর্তমান পাকিস্তান দলের কোনও ক্রিকেটারের তাঁর দাদা উমরানের মত পরিসংখ্যান থাকত, তাহলে তাঁরা বিরাটের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলত।
"ভাবো যদি এই স্ট্যাটাস (উমর আকমলের) যদি পাকিস্তানের ১৫ জনের স্কোয়াডের কারোর থাকত, তাহলে ঝড় বয়ে যেত। ওঁরা হয়ত বিরাটকেও ব্যঙ্গ করত, 'বড় প্লেয়ার হয়েছ, বড় শতরান হাঁকাও।' বলে দিয়েছেন কামরান আকমল।
২০০৯-এ পাকিস্তান প্ৰথমবারের মত টি২০ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। এরপরে গত সংস্করণ সহ মোট দুই সংস্করণের ফাইনালে পৌঁছয়। তবে এই প্ৰথমবার পাকিস্তান টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে।