USA super over hero Saurabh Netravalkar: পাকিস্তানকে হারানোর পর রাতারাতি সেনসেশন হয়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকার। সুপার ওভারে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক জয় এনে দেন এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তারকা। পাকিস্তানি বিগ হিটারদের সামনেও মাথা ঠান্ডা রাখলেন সুপার ওভারের রোমাঞ্চে।
টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্র আটকে দিয়েছিল পাকিস্তানকে। ১৫৯-এর বেশি করতে দেয়নি ইউএসএ-র বোলাররা। স্পিনার কেনজাগি ৩ উইকেট নেন। তবে গুরুত্বপূর্ণ স্পেল করে যান সৌরভ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। তবে নেত্রভালকারের দায়িত্ব সেখানেই শেষ হয়ে যায়নি। সুপার ওভারে দলের ১৮ রান ডিফেন্ড করার। সেই ভূমিকা সফলভাবে পালন করেন সৌরভ।
সুপার ওভারে সৌরভের কাছে কার্যত কোনও খাপ-ই খুলতে পারেননি ইফতিকার আহমেদ, ফখর জামান, শাদাব খানদের। প্ৰথম দুই ম্যাচেই কানাডা এবং পাকিস্তানকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে পৌঁছে গেল পাকিস্তান।
নেত্রভালকারের ক্রিকেটীয় জার্নির সূত্রপাত ভারতে। কেএল রাহুল, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক আগারওয়ালদের মত তারকা ক্রিকেটারদের সঙ্গেই ভারতের জার্সিতে যুব বিশ্বকাপে অংশ নিয়েছেন। তবে তীব্র ক্রিকেটীয় প্রতিযোগিতায় কখনই সেভাবে সুযোগ পাননি। শেষ পর্যন্ত উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন সৌরভ।
কার্নেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি কোর্সে ভর্তি হন। এরপরে একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার এবং ক্রিকেটার- দ্বৈত জীবন শুরু হয় নেত্রাভালকারের। কম্পিউটার সায়েন্সে মাস্টার্স উত্তীর্ণ হওয়ার পর ওরাকল-এর মত বিশ্বখ্যাত সফটওয়ার ফার্মে যোগ দেন পেশাদার হিসাবে।
তবে ক্রিকেটীয় স্বপ্নে কখনই দাড়ি পড়তে দেননি। ২০১৯-এ সৌরভ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক ঘটান। তারপর ক্যাপ্টেনও হন। দলের মূল বোলার হিসাবে শুরুর ওভারে বল করেন। ডেথ ওভারেও সমান কার্যকরী তিনি। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম-এর হয়ে নেত্রভালকার খেলেন প্ৰথম সিজনেই। সেই স্কিলে ভর করেই এল মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়।