/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/vaughan-india.jpg)
Michael Vaughan accuses ICC: আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন ভন (টুইটার)
Michael Vaughan on t20 World cup scheduling: আইসিসিই পুরোপুরি ভারতের হয়ে ব্যাটিং করে দিচ্ছে। ভারতের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আইসিসি, এমনটাই এবার বোমা ফাটিয়ে দিলেন নারকেল ভন। দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হারতে হয়েছে আফগানিস্তানকে। আর সেই হারের দায়-ও ভারতের দিকে ঠেলছেন ভন।
টুইটারে বিস্ফোরকভাবে তিনি লিখে দিয়েছেন, সূচি-সমস্যায় হারতে হল আফগানদের। আইসিসি ভারতের কথা ভেবে সূচি তৈরি করেছে। বুধবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। পাওয়ার প্লে এবং স্পিন ওভারে কাগিসো রাবাদা, মার্কো জ্যানসেন এবং তাব্রিজ শামসি পিচের পুরো ফায়দা তুলে যান। আর তাতেই আফগানিস্তান যেমন প্ৰথমবার সেমিতে পৌঁছে ব্যর্থতার স্বাদ পেল। তেমন প্ৰথমবারের মত কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর কীর্তি অর্জন করল আইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।
ভনের বক্তব্য আইসিসির লজিস্টিক সমস্যায় ভুগতে হল আফগানিস্তানকে। সূচি ঠিকমত সাজাতে না পারার কারণে আফগানিস্তান দল সেমির আগে অনুশীলন-ই করতে পারেননি।
আরও পড়ুন: সেমিফাইনালে পিচ কেলেঙ্কারি আইসিসির! বড় অভিযোগ এনে বিশ্বকাপে তোলপাড় ফেললেন পন্টিং
"সোমবার রাতে সেন্ট ভিনসেন্ট-এ আফগানিস্তান সেমির জন্য কোয়ালিফাই করল। তারপর ত্রিনিদাদে পৌঁছতে চার ঘন্টার ফ্লাইট বিলম্ব হল। তাই নতুন ভেন্যু ঠিকমত বুঝে ওঠার আগেই কোনও অনুশীলন ছাড়া ম্যাচে নেমে পড়তে হল। এটা আসলে ক্রিকেটারদের-ই চরম অবমাননা।" এমনটাই প্ৰথম টুইটে লিখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
So Afghanistan qualify for the WC semi winning in St Vincent on Monday night .. 4 hr flight delay on Tues to Trinidad so no time to practice or get accustomed to a new venue .. utter lack of respect to players i am afraid .. #T20WorldCup2024
— Michael Vaughan (@MichaelVaughan) June 27, 2024
এরপরে দ্বিতীয় টুইটে সেমিফাইনালে সূচি-বিভ্রাট নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন, ভারতের ভিউয়ারশিপ পাওয়ার জন্য উদ্ভট সময়ে সূচি করা হয়েছে। "কোনও সন্দেহ নেই, এই সেমি গায়ানাতে হওয়ার কথা। তবে পুরো বিশ্বকাপটাই যেহেতু ভারত-কেন্দ্রিক, তাই বাকিদের প্রতি অন্যায় হল।" ভনের সংযোজন, "ভারত গোটা টুর্নামেন্টে একটি ম্যাচ-ও সন্ধ্যায় খেলেনি।"
Surely this Semi should have been the Guyana one .. but because the whole event is geared towards India it’s so unfair on others .. #T20IWorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) June 27, 2024
They haven’t played one game in the evening at the WC .. #OnOnhttps://t.co/cWGGazAAUP
— Michael Vaughan (@MichaelVaughan) June 27, 2024
বৃহস্পতিবার রাতেই ভারত দ্বিতীয় সেমিফাইনালে নামছে ভনের দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ভারতের ওপর কি হালকা চাপের খেলা খেললেন তিনি!