Michael Vaughan questions Babar Azam's ability: সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবার মাইকেল ভন। বৃষ্টিতে ইউএস বনাম আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যেতেই কপাল পুড়েছে পাকিস্তানের। ইউএস ৫ পয়েন্ট নিয়ে ঐতিহাসিকভাবে টি২০ বিশ্বকাপের আবির্ভাব লগ্নেই পৌঁছে গিয়েছে শেষ আটে। এরপরে পাকিস্তান তো বটেই বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের সীমিত ওভারে খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ভন।
সুপার-৮'এ পৌঁছনোর জন্য পাকিস্তানের কাছে সমীকরণ ছিল খুব স্পষ্ট। ইউএসকে হারতে হত আয়ারল্যান্ডের কাছে। সেইসঙ্গে রবিবার আইরিশদের তাঁরা হারাবেন রবিবারের লড়াইয়ে। এই দুই সমীকরণ মেলার অন্তরায় হয়ে দাঁড়াল ফ্লোরিডার আবহাওয়া। ইউএসএ-র কাছে সুপার ওভারে পাকিস্তানের হার-ই শেষমেশ ভাগ্য চূড়ান্ত করে দিল পাক দলের।
ক্রিকবাজ-এ মাইকেল ভন বলে দিয়েছেন, "ওঁরা আর আবহাওয়াকে দোষ দিতে পারবে না। ইউএস এবং ভারতকে হারানো উচিত ছিল ওঁদের। সেটা করতে পারলেই ওঁরা শেষ আটে পৌঁছে যেত। এই মুহূর্তে মনে হয়না পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেটে খুব ভালো একটা দল। এমনকি গতবার যখন ওঁরা টি২০ ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছল, তখনও কিন্তু ওঁরা গ্রেট টিম ছিল না। ওঁরা যেমন খেলে, সেরকমই খেলেছে। আমি এখনও বলব, ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ওই ম্যাচ (ফাইনাল) জেতা উচিত ছিল।"
বাবরের টি২০ খেলার দক্ষতা নিয়ে সংশয় রয়েছে ভনের। বিশ্বের প্ৰথম সারির টি২০ দলে বাবর সুযোগ পেতেন কিনা, তা নিয়ে সন্দিহান তিনি। "পাকিস্তান টি২০-তে যে স্কিল প্রদর্শন করেছে অতীতে, মনে হয়না বর্তমান পাকিস্তান দল সেই জায়গায় পৌঁছতে পেরেছে। ওঁদের হাতে যে ভালো টি২০ প্লেয়ার রয়েছে, এমনটাও মনে হয়না। বাবর আজম ব্যতিক্রম। তবে ও কি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলে জায়গা পেত? সম্ভবত নয়।" বলে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন।
আরও পড়ুন: আম্পায়ারের ‘ভুলে’ কপাল খুলল বাংলাদেশের! ঐতিহাসিক জয় থেকে বঞ্চিত নেপাল, ভিডিও সামনে আসতেই হৈচৈ
গ্রুপ পর্বে তিন ম্যাচে বাবরের সংগ্রহে মাত্র ৯১ রান। তাও আবার ১০৪.৬৫ স্ট্রাইক রেটে। রিজওয়ান ৮৮.৫৭ স্ট্রাইক রেটে করেছেন ৯৩ রান।
ভন আরও বলছেন, ভারতের বিপক্ষে তীব্র চাপের ম্যাচে পাকিস্তানের সেই মানসিক শক্তির অভাব রয়েছে। টি২০ বিশ্বকাপে আটবারের সাক্ষাতে পাকিস্তান সাতবার-ই হেরেছে।
"মানসিকভাবে কীভাবে ভারতকে হারাতে হয়, সেটা ওঁরা জানেই না। এটা সত্যি। রান চেজ করার সময়েই সেটা দেখলাম। ওঁদের সহজেই ম্যাচ জেতা উচিত ছিল। ম্যাচে জয়ী হয় একটা দলই। আর ভারত জানে ফিনিশিং লাইন কীভাবে পেরোতে হয়। যে কোনও কারণেই হোক, পাকিস্তানের মধ্যে সেই ব্যাপারটাই অদৃশ্য।" বলেছেন ভন।