Mitchell Starc-ICC: গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন অস্ট্রেলিয়া B2! সুপার ৮-এ নামার আগেই আইসিসিকে ঝাঁঝরা করলেন স্টার্ক

Australia pre seeded B2: আইসিসির অস্বচ্ছ নিয়ম নিয়ে সুর চড়ালেন এবার স্টার্ক

Australia pre seeded B2: আইসিসির অস্বচ্ছ নিয়ম নিয়ে সুর চড়ালেন এবার স্টার্ক

author-image
IE Bangla Sports Desk
New Update
Australia, T20 World Cup, অস্ট্রেলিয়া, টি২০ বিশ্বকাপ,

Australia-T20 World Cup: গ্রুপ পর্বের সব ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া। (ছবি- টুইটার)

Mitchell Starc questions ICC: গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের চারটের মধ্যে চারটি ম্যাচই জিতেছে। উঠেছে সুপার ৮ পর্বে। তারপরও বি গ্রুপের অস্ট্রেলিয়াকে চিহ্নিত করা হয়েছে বি-২ দল হিসেবে। আর, বি গ্রুপে ম্যাচ হারার পরও ইংল্যান্ড মর্যাদা পেয়েছে বি-১ দল হিসেবে। এটা প্রি-টুর্নামেন্ট সিডিং বা টুর্নামেন্টের আগেই বাছাইয়ের জন্য হয়েছে। যাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অস্ট্রেলিয়ান বোচার মিচেল স্টার্ক।

Advertisment

এবারের আইপিএল জয়ী কেকেআর দলের সদস্য স্টার্ক টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অস্ত্র। গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপ স্টার্কের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। তাঁর জন্য ২০২৩ একদিনের বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার সুবিধা হয়েছে।

এমনিতে বি গ্রুপ থেকে সুপার ৮-এ ওঠা দুটি দলের মধ্যে পয়েন্টের বিচারে অস্ট্রেলিয়াই আছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগেই দলগুলোর নম্বর এবার ১ অথবা ২ করে ঠিক করে না রাখলে, হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া বি-১। আর, ইংল্যান্ড বি-২ দল। সেক্ষেত্রে সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে খেলতে হত। কারণ, সুপার ৮-এ গ্রুপ এ-এর বিজয়ী দল গ্রুপ বি-এর রানার্স দলের সঙ্গে খেলার কথা। কিন্তু, যেহেতু প্রি সিডিং হয়েছে, তাই এবার সুপার এইটে অস্ট্রেলিয়াকে ভারতের সঙ্গে খেলতে হবে।

সুপার ৮-এ ভারতের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ আর আফগানিস্থান। আর, ইংল্যান্ডের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ১৯ জুন থেকে সুপার ৮-এর লড়াই শুরু হচ্ছে। ভারত ২০ জুন আফগানিস্তান, ২২ জুন বাংলাদেশ আর, ২৪ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে।

Advertisment

আরও পড়ুন- আর বরদাস্ত নয়, এক চিঠিতেই ছাঁটাই জাতীয় দলের কোচ স্টিম্যাচ

এই সূচির তীব্র বিরোধিতা করে, গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পরে সাংবাদিক বৈঠকে স্টার্ক বলেছেন, 'প্রি সিডিং নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা উচিত। আমি, মোটেই বিষয়টাকে পছন্দ করছি না।' স্কটল্যান্ডকে হারানোর আগে এবারের গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৩৬ রানে পরাজিত করে। তার আগে ওমানকে ৩৯ রানে হারিয়েছে। নামিবিয়া দলকে মাত্র ৫.৪ ওভারে ৭৩ রানেই আউট করে দেয়।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup England Cricket Team Indian Cricket Team Australia Cricket Team