Mohammad Hafeez slams Pakistan cricket Team: শুক্রবার আকাশের দিকে নজর ছিল পাকিস্তানের। ইউএস বনাম আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল পাকিস্তানের শেষ আটে পৌঁছনোর স্বপ্ন। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতেই পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায়। টি২০ বিশ্বকাপে প্ৰথমবারের মত অংশ নিয়েই ইতিহাস গড়ে সুপার এইটে পৌঁছে যায় ইউএসএ।
গ্রুপ এ থেকে ভারত আগেই কোয়ালিফাই করেছিল শীর্ষস্থানীয় দল হিসেবে। দ্বিতীয় দল হিসেবে লড়াইয়ে ছিল পাকিস্তান এবং ইউএসএ। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই ইউএসএ গ্রুপ পর্ব ফিনিশ করল ৫ পয়েন্ট নিয়ে। পাকিস্তান রবিবার আয়ারল্যান্ডকে হারালেও সর্বোচ্চ ৪ পয়েন্ট অর্জন করতে পারবে। পাকিস্তান চেয়েছিল ইউএসএ-র বিপক্ষে আয়ারল্যান্ডের জয়। এবং রবিবার নিজেদের কাছে আইরিশদের হার। সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে ফ্লোরিডার আবহাওয়া।
আর অপ্রত্যাশিতভাবে গতবারের ফাইনালিস্ট দল ছিটকে যেতেই চূড়ান্ত সমালোচনার মুখে পড়লেন বাবর আজমরা। মহম্মদ হাফিজ সরাসরি কুরবানির পশুদের সঙ্গে তুলনা করে দিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটারদের। টুইটারে বিস্ফোরকভাবে তিনি লিখে দিয়েছেন, "কুরবানির পশুরা হাজির হও।"
আহমেদ শেহজাদ সরাসরি দলের একাধিক সিনিয়র তারকাকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন। ওয়াসিম আকরাম রাখঢাক না করে বলে দিয়েছেন, "ইউএসএ দলকে শুভেচ্ছা। ক্রিকেটের বিশ্বজনীন ব্যাপ্তির কথা যদি বলি, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। ইউএসএ শেষ আটে কোয়ালিফাই করে ফেলল। ওঁরা এই জায়গায় যাওয়ার যোগ্য। পাকিস্তানকে গ্রুপ ম্যাচে হারাল। আর পাকিস্তান, তোমাদের তোমাদের পরবর্তী প্ল্যানিং কী? EK 601 ফ্লাইট ধরে দুবাই এবং সেখান থেকে নিজেদের শহরে পদার্পণ। দেখা যাক কী হয়!"
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টি২০ দলে জায়গাই হত না বাবরের! পাক ক্যাপ্টেনকে চূড়ান্ত তাচ্ছিল্য ভনের
পাকিস্তানের বিশ্বকাপের সূচনা একদমই মনের মত হয়নি। ইউএসএ-র বিরুদ্ধে নাটকীয় সুপার ওভারে হার হজম করার মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করে পাক দল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময়ই কর্তৃত্ব ছিল পাকিস্তানের। তবে শেষদিকে জসপ্রীত বুমরার একটা ভয়াবহ স্পেল সব ওলট পালট করে দেয়। ভারতের কাছে ৭ রানে হার হজম করতে হয়।
কানাডার বিরুদ্ধে জিতে নিজেদের সুপার এইটের আশা জাগিয়ে রাখলেও শেষে ফ্লোরিডার আবহাওয়া পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত করে দেয়।