Advertisment

MS Dhoni instagram post: ধোনির বুক কাঁপিয়ে এল রোহিতদের জয়! ভারত বিশ্বচ্যাম্পিয়ন হতেই মুখ খুললেন মাহি, টলে গেল বিশ্ব

India vs South Africa World Cup Final: চরম রোমহর্ষক এই ম্যাচ সমস্ত ভারতবাসীর মতই নার্ভের পরীক্ষা নিল মহেন্দ্র সিং ধোনির-ও। যার নেতৃত্বে ভারত ২০০৭-এ টি২০ বিশ্বকাপ, ২০১১-য় ওয়ানডে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ধোনিও চরম উত্তেজনার মধ্যে কাটালেন শনিবার রাত।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni reaction after Team India wins t20 World Cup

MS Dhoni reaction after Team India wins t20 World Cup: ধোনি টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানালেন (টুইটার)

MS Dhoni reaction after Team India wins T20 World Cup: দক্ষিণ আফ্রিকার মুখের গ্রাস কেড়ে নিয়ে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে কেনসিংটন ওভালে।

Advertisment

একদম জয় ভারতের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ৩০ বলে ৩০ রান। ক্রিজে ছিলেন আগুন গতিতে ব্যাট করতে থাকা হেনরিখ ক্ল্যাসেন (২৭ বলে ৫২) এবং ডেভিড মিলার।

তবে এরপরেই ডেথ ওভারে কেরিয়ারের সেরা বোলিং করে গেলেন হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং। দুজনকে সামনে থেকে নেতৃত্ব দিলেন জসপ্রীত বুমরা। ক্ল্যাসেন সহ মিলারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ১৬৯/৮-এ থেমে যায়। বুমরা-হার্দিক-অর্শদীপ নিজেদের মধ্যে ৭ উইকেট ভাগাভাগি করে নেন।

চরম রোমহর্ষক এই ম্যাচ সমস্ত ভারতবাসীর মতই নার্ভের পরীক্ষা নিল মহেন্দ্র সিং ধোনির-ও। যার নেতৃত্বে ভারত ২০০৭-এ টি২০ বিশ্বকাপ, ২০১১-য় ওয়ানডে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ধোনিও চরম উত্তেজনার মধ্যে কাটালেন শনিবার রাত।

ইনস্টাগ্রামে ধোনি পোস্ট করলেন, "ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃদয়ের গতি বেড়ে গিয়েছিল। শান্ত থাকা, নিজেদের ওপর বিশ্বাস রাখা, এবং কাজ সমাপ্ত করা- তোমরা দারুণ করেছ। দেশে এবং বিদেশে সমস্ত ভারত বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভারতে কাপ ফিরিয়ে আনার জন্য। কনগ্রাচুলেশন।" এরপরে ধোনির আরও সংযোজন, "ধন্যবাদ জন্মদিনের স্মরণীয় উপহারের জন্য।" আর একসপ্তাহ পরেই ৭ জুলাই ধোনির জন্মদিন।

২০০৭-এ ভারত প্ৰথম ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছিল। তারপর কুড়ি কুড়ি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হল দ্বিতীয়বার। ১৩ বছর পর এটা ভারতের কোনও ফরম্যাটে বিশ্বকাপ জয়। গত একবছরে ভারত দু-দুবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাস্ত হয়েছে।

গোটা টুর্নামেন্টে অফফর্মের কোহলি ৭ ম্যাচে ৭৫ করেছিলেন। আসল সময়ে বড় ম্যাচেই কোহলি শনিবার ৭৬ রানের ইনিংসে ফারাক গড়ে দিলেন। ভারত ৩৪/৩ হয়ে যাওয়ার পর বিরাটের ব্যাটে ভর করেই ম্যাচে ফেরে দল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই বিরাট-রোহিত দুজনই এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

T20 World Cup Indian Team T20 ICC Cricket World Cup MS DHONI Cricket World Cup Indian Cricket Team
Advertisment