Lockie Ferguson record: নিউজিল্যান্ড সিমার লকি ফার্গুসন ইতিহাস গড়লেন আন্তর্জাতিক টি২০-তে। ক্রিকেটের ইতিহাসে সবথেকে কৃপণতম বোলিংয়ের নজির আপাতত তাঁর দখলে।
কিউইরা শেষ ম্যাচে খেলতে নেমেছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। সেই ম্যাচেই নিউজিল্যান্ড চার ওভারের কোটায় কোনও রান খরচ না করেই তিন উইকেট দখল করলেন। টি২০-তে এরকম বিরাট নজির ছিল একমাত্র সাদ বিন জাফরের। সেই কীর্তিতে এবার ভাগ বসালেন কিউই স্পিডস্টার।
ব্ল্যাক ক্যাপসরা আগেই ছিটকে গিয়েছিল। বিশ্বকাপের অভিযানের শেষটা খারাপ হল না নিউজিল্যান্ডের। ৭ উইকেটে তাঁরা হারাল পাপুয়া নিউগিনিকে। পিএনজি অধিনায়ক আসাদ ভালা, চার্লস আমিনি এবং চ্যাড সোপারের উইকেট দখল করেন ফার্গুসন। নিউজিল্যান্ডের বিপক্ষে পিএনজি ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে তুলেছিল মাত্র ৭৮ রান।
বিশ্বকাপের ইতিহাসে সবথেকে কৃপণতম বোলিংয়ের নজির গড়েছিলেন ফার্গুসনেরই টিম মেট টিম সাউদি। মাত্র এক ম্যাচ আগেই উগান্ডার বিপক্ষে ৪ ওভারে মাত্র ৪ রান খরচ করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কৃপণতম 4-ওভারের স্পেল (পুরুষ)
খেলোয়াড় (দল) | স্পেল | বিরোধী দল |
লকি ফার্গুসন (NZ) | 3/0 | বনাম পিএনজি |
টিম সাউদি (NZ) | 3/4 | বনাম ইউজিএ |
ফ্রাঙ্ক নসুবুগা (ইউজিএ) | 2/4 | বনাম পিএনজি |
Anrich Nortje (SA) | 4/7 | বনাম এসএল |
ট্রেন্ট বোল্ট (NZ) | 2/7 | বনাম ইউজিএ |
চলতি সংস্করণেই উগান্ডার ৪৩ বছরের স্পিনার ফ্র্যাঙ্ক সুবুগা ৪ ওভারে ৪ রানের বিনিময়ে তোলেন ২ উইকেট। এই পাপুয়া নিউগিনির বিপক্ষেই।
ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নিউজিল্যান্ড। তারপরেই কিউইরা ছিটকে যায় সুপার ৮ থেকে। আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে ৯ উইকেটে জয়লাভ করে প্ৰথম পয়েন্ট অর্জন করেন কেন উইলিয়ামসন ব্রিগেড।
বিশ্বকাপের তিন বারের সেমিফাইনালিস্ট এবং একবারের রানার্স আপ নিউজিল্যান্ডের আগাম বিদায় এবার অনেকটাই অপ্রত্যাশিত। নিউজিল্যান্ডের সঙ্গেই বড় দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান।