Advertisment

Haris Rauf furious: স্ত্রীকে সঙ্গে নিয়ে সমর্থকের সঙ্গে মারামারি! বিশ্বকাপ বিপর্যয়ে পরেই ভয়ঙ্কর বিতর্কে রউফ, রইল ভিডিও

Pakistan eliminated from t20 World Cup 2024: দুঃস্বপ্নের বিশ্বকাপ পর্ব শেষের পরেই বিরাট বিতর্কে হ্যারিস রউফ, দেখুন মারাত্মক ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan, Haris Rauf, পাকিস্তান, হ্যারিস রউফ,

Pakistan-Haris Rauf: বামদিকে খেলার সময় হ্যারিস রউফ। ডানদিকে সেই ধস্তাধস্তির দৃশ্য। (ছবি- টুইটার)

Haris Rauf heated argument with fan: এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের বিদায় বিতর্কের মধ্যেই অনুরাগীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ। কটূক্তিতে ক্ষুব্ধ হয়ে হ্যারিসকে ওই অনুরাগীর দিকে তেড়ে যেতে দেখা যায়। হ্যারিসের স্ত্রী তাঁর স্বামীকে থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। রউফ পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিবাদের সময় তিনি ওই অনুরাগীকে জিজ্ঞাসা করেন, সে ভারত থেকে খেলা দেখতে এসেছে কি না? জবাবে ওই অনুরাগী জানান, তিনি পাকিস্তান থেকে এসেছেন। পাকিস্তান দল বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে। ১৯ জুন তারা পাকিস্তানে ফিরে যাবে।

Advertisment

যাইহোক, হ্যারিসের ঘটনাটি ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা থেকে দেখা গিয়েছে, ওই অনুরাগী হ্যারিসকে লক্ষ্য করে কিছু একটা বলেছিলেন। যদিও, প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ওই অনুরাগী হ্যারিসের সঙ্গে একটা ছবি তুলতে চেয়েছিলেন। তাতেই হ্যারিস ক্ষিপ্ত হয়ে ওঠেন। কিন্তু, ভিডিওতে গোটা ঘটনাটি দেখার পর অনেকেরই ধারণা, কোনও ছবি তোলার ব্যাপারই না। ওই অনুরাগী পাকিস্তান হেরে যাওয়ায় হ্যারিসকে লক্ষ্য করে কটূক্তি করেছিলেন। যার জন্য হ্যারিস তেড়ে যান।

এমনিতে এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়দের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। গত ১০ বছরের মধ্যে এই প্রথমবার টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে পাকিস্তান ছিটকে গেল। তারপরই পাকিস্তানজুড়ে ক্ষোভ উগরে উঠেছে। গোটা পাকিস্তানের ক্রিকেট দুনিয়া দাবি করেছে, বাবর আজম বাহিনীর বেশিরভাগ খেলোয়াড়কে জাতীয় দল থেকে বরখাস্ত করতে হবে।

আরও পড়ুন- গ্রুপ পর্ব থেকেই বিদায়, তবু ২০২৬ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই পাকিস্তানের! আইসিসির নিয়মে তোলপাড়

এই পরিস্থিতিতে অধিনায়ক বাবর আজম প্রবল চাপে আছেন। তিনি ও তাঁর দলের বেশ কয়েকজন আপাতত পাকিস্তানে ফিরছেন না। কিন্তু, ফিরলেই তাঁদের ডেকে পাঠাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই বাবরকে বরখাস্ত করার দাবি জোরদার হয়েছিল পাকিস্তানে। তারপর শাহিনশাহ আফ্রিদিকে অধিনায়কও করেছিল পাকিস্তান। কিন্তু, ফের পিসিবি টি-২০ বিশ্বকাপের আগে বাবরকেই অধিনায়ক করেছে। পাকিস্তানের এক টিভি শোয়ে পরিষ্কার বলা হয়েছে, 'বাবর যখন থেকে অধিনায়ক হয়েছেন, পাকিস্তান মাঝারি মানের দলগুলোর কাছে হেরে যাচ্ছে। যেভাবে পাকিস্তান ক্রিকেট চলছে, তাতে এমন ফলাফল একদিন না একদিন হওয়ারই ছিল।'

Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup Pakistan Cricket Team Haris Rauf
Advertisment