Advertisment

Pakistan knocked out: বৃষ্টিতে ফিউজ উড়ল পাকিস্তানের! কাঁদতে কাঁদতে বিশ্বকাপ থেকে বিদায় বাবর বাহিনীর

Pakistan eliminated: পাকিস্তান এবং ইউএসএ দুই দলই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করার দাবিদার ছিল। ভারত একদিন আগেই শীর্ষ স্থান নিশ্চিত করে পৌঁছে গিয়েছে। বৃষ্টিতে ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ ধুয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই দাড়ি পড়ে যায় পাকিস্তানের স্বপ্নে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Naseem Shah, Pakistan, নাসিম শাহ, পাকিস্তান

Naseem Shah-Pakistan: পাকিস্তানের হারের পর কাঁদছেন নাসিম শাহ। (ছবি- টুইটার)

Pakistan knocked out: সরু সুতোর ওপর ঝুলছিল পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য। শুক্রবার সমস্ত হিসেব নিকেশ থামিয়ে ছিটকে গেল পাকিস্তান। ফ্লোরিডায় পাকিস্তান শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে রবিবার। সেই ম্যাচের ৪৮ ঘন্টা আগেই ভাগ্য নির্ধারণ হয়ে গেল পাক দলের।

Advertisment

USA qualifies for Super 8: পাকিস্তান এবং ইউএসএ দুই দলই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করার দাবিদার ছিল। ভারত একদিন আগেই শীর্ষ স্থান নিশ্চিত করে পৌঁছে গিয়েছে। বৃষ্টিতে ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ ধুয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই দাড়ি পড়ে যায় পাকিস্তানের স্বপ্নে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ থেকে ১ পয়েন্ট অর্জন করার পর ইউএসএ ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে যাওয়া নিশ্চিত করল।

রাত এগারোটায় যখন সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ম্যাচ পরিত্যক্ত। তখনই পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। গতবারের রানার্স আপদের বিদায় হয়ে গেল গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই।

আরও পড়ুন: বিশ্বকাপে ঝড় তুলে দিলেন কেকেআর সুপারস্টার! প্ৰথম তারকা হিসাবে গড়লেন বেনজির কীর্তি

ইউএসএ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট সংগ্রহ করল। এর অর্থ তারা পাঁচ পয়েন্ট অর্জন করে ফেলল। রবিবার আয়ারল্যান্ডকে পাকিস্তান হারালেও বাবর আজমরা সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছতে পারেন।

কোয়ালিফাই করার জন্য পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ হতেই হত। এবং সেই ম্যাচে আয়ারল্যান্ডের জয় লাভ দরকার ছিল পাকিস্তানের। সেই অংক মিললেই রবিবার আইরিশদের হারিয়ে শেষ আটে পৌঁছনোর সুযোগ থাকত। তবে বৃষ্টি সব পন্ড করে দিল। নিভিয়ে দিল পাকিস্তানের যাবতীয় আশা।

ফ্লোরিডায় আবহাওয়া গত কয়েকদিন ধরেই শিরোনামে। বৃষ্টি এবং বন্যায় ফ্লোরিডার একাধিক জায়গা প্লাবিত। সতর্কবার্তা জারি করা হয়েছে।

পাকিস্তানের মতই আবহাওয়ার রোষে পড়ে বিদায় নিতে হয়েছে অন্য এশীয় দেশ শ্রীলঙ্কাকেও। মঙ্গলবার নেপাল বনাম শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে যায় কোনও বল না হয়েই। সেই সঙ্গেই লঙ্কানদের বিদায় নিশ্চিত হয়।

pakistan Cricket World Cup USA ICC Cricket World Cup Pakistan Cricket Ireland T20 World Cup Pakistan Cricket Team
Advertisment