/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/IMG_20240607_142447.jpg)
Haris Rauf ball tampering: ইউএসএ ম্যাচে ফের বিতর্কে পাকিস্তানি দল (টুইটার)
Pakistan vs USA, T20 World Cup 2024, Haris Rauf Ball Tampering: মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাস তৈরি করেছে পাকিস্তানকে হারিয়ে। সুপার ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ হাসি হেসেছে ইউএসএ। সেই ম্যাচেই কলঙ্কিত হলেন পাকিস্তানি পেসার। বলে দেওয়া হল বল বিকৃতি ঘটিয়েছেন তিনি।
ম্যাচে বাবর আজমরা স্কোরবোর্ডে ১৫৯-এর বেশি তুলতে পারেননি। আর সেই রান ডিফেন্ড করতে পারেননি পাকিস্তানের চারজন তারকা পেসার। টাইয়ে ম্যাচ সমাপ্ত হওয়ার পর সুপার ওভারে ম্যাচ হারতে হয় পাকিস্তানকে। গোটা ম্যাচ জুড়েই পাক পেসাররা সুইং, রিভার্স সুইং আদায় করে নিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দমিয়ে রাখতে ব্যর্থ পাকিস্তানের বোলিং।
The American fairytale continues 🇺🇸😍
USA beat Pakistan in one of the biggest results in #T20WorldCup history and are ready to take on India next.
Get your tickets now ➡️ https://t.co/FokQ0Ceggapic.twitter.com/ydqEQ3Onbx— ICC (@ICC) June 6, 2024
বিশ্বকাপে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ইউএসএ। আর টানা দুই ম্যাচ জিতে ভারত-পাকিস্তানের গ্রুপে শীর্ষে পৌঁছে গেল ইউএসএ। পাকিস্তান নিজেদের পুরো পেস আক্রমণ লেলিয়ে দিয়েও সুবিধা করতে পারেনি ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।
আরও পড়ুন: গালি খেয়ে মেজাজ গরম! পাকিস্তান ম্যাচ হারতেই সমর্থকের সঙ্গে তুলকালাম আজম খানের, দেখুন আগুনে ভিডিও
আর এই ম্যাচেই বিতর্কের যোগসূত্র খুঁজে পেয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন সিমার হুয়ান থেরন। সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে সরাসরি হ্যারিস রউফের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছেন। আইসিসিকে ট্যাগ করে প্রাক্তন পেসার বলে দিয়েছেন, "আইসিসি, পাকিস্তান যে নতুন বলে আঁচড় কাটছে না, সেটা কি আমরা না জানার ভান করছি? দু ওভার আগে মাত্র বল চেঞ্জ হয়েছে। সেই বলে এতটা রিভার্স সুইং?"
@ICC are we just going to pretend Pakistan aren't scratching the hell out of this freshly changed ball? Reversing the ball that's just been changed 2 overs ago? You can literally see Harris Rauf running his thumb nail over the ball at the top of his mark. @usacricket#PakvsUSA
— Rusty Theron (@RustyTheron) June 6, 2024
২০১৯-এ দক্ষিণ আফ্রিকা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে প্রতিনিধিত্ব করে শুরু করেন থেরন। তারপর টি২০ এবং ওয়ানডেতে ইউএসএ-র জার্সিতে প্রতিনিধিত্বও করেছেন তারকা। ৩৮ বছরের প্রোটিয়াজ বংশোদ্ভূত পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ম্যাচে ৫৫ উইকেট দখল করেছেন।২০১০ থেকে ২০১৫-র মধ্যে থেরন কিংস ইলেভেন পাঞ্জাব, ডেকান চার্জার্স, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।
তিনি খুল্লামখুল্লা বিস্ফোরক ভঙ্গিতে বলে দিয়েছেন, "হ্যারিস রউফ নিজের বোলিং মার্কে নিজের নখ দিয়ে বলে আঁচড় কেটেই চলেছে।
হ্যারিস রউফ মারাত্মকভাবে রিভার্স সুইং আদায় করতে সমর্থ হলেও দলকে বাঁচাতে পারেননি। শেষ ওভারে পাকিস্তানকে ১৪ রান ডিফেন্ড করতে হত। তবে সেই রান তিনি আটকাতে পারেননি। তারপরেই ম্যাচ টাইব্রেকারে গড়ায়।