Advertisment

Babar Azam: ইউএসএ-কে হালকা নিয়েছিলাম! লজ্জার হারের পরই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ক্যাপ্টেন বাবরের, তুঙ্গে বিতর্ক

USA vs Pakistan: ঘরের মাঠে দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। তারপর আয়ারল্যান্ড তো বটেই ইংল্যান্ডের বিরুদ্ধেও পর্যুদস্ত হতে হয়েছে পাকিস্তানকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam, USA vs Pakistan

Babar Azam, USA vs Pakistan: দল হারতেই মুখ খুললেন ক্যাপ্টেন বাবর আজম (টুইটার)

Pakistan vs USA, T20 World Cup 2024, Babar Azam: বাস্তবের মাটিতে নেমে এসেছে পাকিস্তান। ইউএসএ-র কাছে লজ্জাজনক হার হজম করার পর বাবর আজম স্বীকার করে নিলেন তাঁরা প্রতিপক্ষকে হালকা ছলে নিয়েছিলেন।

Advertisment

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। টুর্নামেন্ট তো বটেই ক্রিকেট ইতিহাসেও দুই দলের দ্বৈরথ প্ৰথমবার। আর সেই ম্যাচেই বাবর আজমের পাকিস্তানকে সুপার ওভারের থ্রিলারে হারিয়ে দিয়েছে ইউএসএ।

ঘরের মাঠে দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। তারপর আয়ারল্যান্ড তো বটেই ইংল্যান্ডের বিরুদ্ধেও পর্যুদস্ত হতে হয়েছে পাকিস্তানকে। ক্যাপ্টেন বাবর আজম সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন, "যে কোনও টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়ে আসতে হয়। এমনই মনোভান থাকা উচিত। এরকম কোনও দেশের (আইসিসির এসোসিয়েট) বিরুদ্ধে হালকা ছলে খেলে ফেলা স্বাভাবিক। অনেকটা রিল্যাক্সড মেজাজে।"

আরও পড়ুন: বলে নখ ঘষে ঘষে ‘চুরির’ চেষ্টা, হ্যারিস রউফের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, বিশ্বকাপে কলঙ্কিত পাকিস্তান

"যে কোনও দলের বিরুদ্ধে প্ল্যানিং ঠিকমত কার্যকর করতে না পারলে, সেই দল হারাবেই। আমরা পরিকল্পনা বাস্তবায়নে উত্তীর্ণ হতে পারিনি। প্রস্তুতি আমাদের ঠিকঠাক হচ্ছে। তবে আমরা মাঠে তা কাজে লাগাতে পারছি না। আমি ভীষণ হতাশ। তিন বিভাগেই আমরা ভালো খেলতে পারিনি।"

পাওয়ার প্লেতে পাকিস্তান ২৬/৩ হয়ে গিয়েছিল। তারপর ক্যাপ্টেন বাবর আজম শাদাব খানের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ পাকিস্তানকে ১৫৯ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সেই রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তান চার পেসারকেই লেলিয়ে দিয়েছিল। তবে শেষ ওভারে হ্যারিস রউফ ১৪ রান আটকাতে পারেননি। ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানেই হার হজম করতে হয় পাকিস্তানকে।

বাবর আরও বলেছেন, "প্ৰথম ছয় ওভার আমরা মোটেই সুযোগ কাজে লাগাতে পারিনি। পরের দিকে, ১০ ওভার খতম হওয়ার পর আমরা মোমেন্টাম আদায় করে নিই। তারপর আবার আমরা পরপর উইকেট হারিয়ে মোমেন্টাম খুঁইয়ে ফেলি। তাই ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের মাঝের ওভার এবং শেষের দিকে আরও ভালো খেলতে হবে।"

"বোলিংয়ে আমরা তুলনামূলকভাবে ভালো। তবে প্ৰথম ছয় ওভারে আমরা উইকেট তুলতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে না পারলে চাপে পড়তে হয়। ১০ ওভার পর আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। তবে যেভাবে ওঁরা ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে গেল, তাতে ওঁদের কৃতিত্ব প্রাপ্য।"

Cricket World Cup USA ICC Cricket World Cup Pakistan Cricket T20 World Cup Pakistan Cricket Team Babar Azam
Advertisment