Advertisment

Azam Khan Clash: গালি খেয়ে মেজাজ গরম! পাকিস্তান ম্যাচ হারতেই সমর্থকের সঙ্গে তুলকালাম আজম খানের, দেখুন আগুনে ভিডিও

Azam Khan Golden Duck: পাকিস্তান পাওয়ার প্লেতেই মহম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামানকে হারিয়ে ফেলে। এর পরে চতুর্থ উইকেটে শাদাব খান ক্যাপ্টেন বাবরের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তুলেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Azam Khan Clashed:

Azam Khan Clashed: ম্যাচ হারের পর বড় বিতর্কে পাকিস্তানের আজম খান (টুইটার)

Azam Khan Heated Moment, PAK vs USA T20 World Cup: তাঁকে জাতীয় দলে নির্বাচন নিয়ে গোটা পাকিস্তান উত্তাল। পাকিস্তান জাতীয় দলে নেপোটিজম একদম ঘাঁটি গেড়ে বসেছে। এমনটাই বলে দেওয়া হচ্ছে। টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি প্রাক্তন উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম খান। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হোক ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ- আজম খান মানেই ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার ওপর তাঁর বিশাল বপুর জন্য ফিটনেস নিয়েও চর্চাও কম নয়।

Advertisment

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন আজম খান। নেমেছিলেন ক্রিজে টিকে যাওয়া শাদাব খান আউট হওয়ার পর। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ৰথম ম্যাচেই ডাহা ব্যর্থ তারকা-পুত্র। টিকলেন।মাত্র ১ বল। প্ৰথম বলেই কেনজিগের বলে লেগ বিফোর হয়ে ফিরতে হয় আজম খানকে। রিভিউ নিয়েও কাজ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ৫ বলে ডাক করেছিলেন। তারপর এল বিশ্বকাপে আলোচিত এই গোল্ডেন ডাক।

আরও পড়ুন: KL রাহুলের ইঞ্জিনিয়ার বন্ধুই দিলেন পাকিস্তানকে লজ্জা! ভারতের ম্যাচের আগেই ভারতীয়-র কাছে হার বাবরদের

আউট হয়ে ক্রিজে ফিরে যাওয়ার সময় ডালাসে প্রবাসী এক পাকিস্তানি সমর্থকের ক্ষোভের মুখে পড়ে যান। অকথ্য গালিগালাজ শুনতে হয় তাঁকে। পাল্টা মৃত্যু চাহনি দেন আজম খান। প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় তাঁকে বিড়বিড় করে কিছু বলতেও দেখা গিয়েছে।

পাকিস্তান পাওয়ার প্লেতেই মহম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামানকে হারিয়ে ফেলে। এর পরে চতুর্থ উইকেটে শাদাব খান ক্যাপ্টেন বাবরের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তুলেছিলেন। তবে ইউএসএ স্পিনার কেনজিগে একই ওভারে পরপর দু-বলে শাদাব খান এবং আজম খানকে ফিরিয়ে যে ধাক্কা দেন, সেখান থেকে আর বেরোতে পারেনি পাক দল। বিপর্যয়ের মুখে শেষদিকে শাহিন আফ্রিদি ২৩ করে দলকে দেড়শোত গন্ডি পার করে দেন।

সেই রান চেজ করেই স্কোর টাই করে ফেলে মার্কিন ক্রিকেটাররা। সুপার ওভারে মহম্মদ আমের ১৮ রান খরচ করে বসেন। সেই রান ডিফেন্ড করে দেন সৌরভ নেত্রভালকার। ফখর জামান, ইফতিকার আহমেদ, শাদাব খান তাঁর নিখুঁত বোলিংয়ের সামনে আর জয় ছিনিয়ে নিতে পারেননি।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment