Phil Salt record: কেকেআর তারকা এবারের টি-২০ বিশ্বকাপে রীতিমতো তুফান তুলে দিলেন। ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মেরে প্রথম খেলোয়াড় হিসেবে নজিরও গড়লেন। একইসঙ্গে, বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যেতে বসা ইংল্যান্ড দলকে তিনি সুপার ৮-এর সীমার কাছাকাছি পৌঁছে দিলেন।
চলতি বিশ্বকাপের পরবর্তী পর্ব হল সুপার ৮। যাতে ওঠার জন্য ইংল্যান্ডের ২ পয়েন্টের অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ, প্রথম দুই ম্যাচ থেকে তারা মাত্র এক পয়েন্ট পেয়েছে। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ইংল্যান্ড হেরেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। যা থেকে ইংল্যান্ড ১ পয়েন্ট পয়েছে।
এই পরিস্থিতিতে গত টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওমানের বিপক্ষে ৮ উইকেটে বিরাট জয় পেয়েছে। যা তাদের সুপার ৮-এ ওঠার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। ম্যাচে ওমানকে মাত্র ৪৭ রানে আউট করে এবং ৩.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।
এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের অন্যতম কারিগর হলেন ফিল সল্ট। এই সল্টকে অনেকেরই মনে আছে। কারণ, বেশ এবারের আইপিএলে সল্টের দুর্দান্ত পারফরম্যান্স কেকেআরকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল। এমনকী, রিংকু সিংয়ের মত তারকাও সল্টদের পারফরম্যান্সের সুবাদে বেশ কয়েকটা ম্যাচে ব্যাট করার তেমন সুযোগই পাননি।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারত যেমন আছে গ্রুপ এ-তে। তেমনই ইংল্যান্ড আছে গ্রুপ বি-তে। ওমানের বিরুদ্ধে দুর্দান্ত খেলার সুবাদে নেট রান রেটের দৌড়ে স্কটল্যান্ডকে টেক্কা দিয়েছে ইংল্যান্ড। স্কটল্যান্ডও এই গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে নামিবিয়াকে ভালোভাবে হারাতে পারলেই সুপার ৮-এ ইংল্যান্ডের ওঠা পাকা হয়ে যাবে।
ওমানের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্রিটিশদের প্রেস আক্রমণ কার্যত ওমানকে ছিন্নভিন্ন করে দেয়। মার্ক উড ও জোফরা আর্চার তিনটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
আর্চার পাওয়ারপ্লেতে দুই উইকেট নিয়েছেন। সবমিলিয়ে তিনি ৩.২ ওভারে ১২ রানে তিন উইকেট নিয়েছেন। উডও, তাঁর ৫০তম টি-২০ ম্যাচে ১২ রানে তিন উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের আদিল রশিদ ১১ রানে চার উইকেট নেন। আর, ফিল সল্ট প্রথম দুই বলে ছক্কা হাঁকালেও অবশ্য তৃতীয় বলেই আউট হয়ে যান। জস বাটলার ৮ বলে করেন অপরাজিত ২৪ রান। জনি বেয়ারস্টো ২ বলে করেন অপরাজিত ৮ রান।