Pakistan Cricket Team Super 8 qualifications: এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে উপমহাদেশের দর্শকরা এখনও যেন ভুলতে পারছেন না। ওই ম্যাচের পরে এবারে টি-২০ বিশ্বকাপে আরও ম্যাচ হলেও সমর্থকদের যাবতীয় আলোচনা যেন রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই। উপমহাদেশের দর্শকরা চাইছেন দুই দেশের মধ্যে আরও ম্যাচ হোক।
এমনিতে আইসিসির একদিন বা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান বহুবার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার লম্বা পরিসংখ্যানও আছে। কিন্তু, তাতেও দর্শকদের যেন খিদে মেটেনি। কিন্ত, হিসেব বলছে এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। তা সেটা পাকিস্তান কোনওভাবে সুপার ৮-এ উঠলেও। রবিবারের ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত ৬ রানে জিতেছে। রীতিমতো রোমাঞ্চকর ম্যাচ ছিল। টানটান উত্তেজনার মধ্যে কে জিতবে, শেষ হওয়ার একটু আগেও ধোঁয়াশায় রেখেছিল দর্শকদের।
বর্তমানে গ্রুপ এ-এর যা অবস্থা, তাতে পাকিস্তান যদি কোনও মতে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকেও দৌড় থামায়, তাহলেও সুপার ৮-এ ওঠার সুযোগ থাকবে। সেখানে তার সঙ্গে খেলা হবে বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপের রানার্সদের। এই সব দলগুলোর সঙ্গে খেলে সুপার ৮-এ পাকিস্তান চ্যাম্পিয়ন আর, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে খেলে রানার্স হলে তবেই কেবলমাত্র গায়ানার সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে খেলে ভারত সুপার ৮-এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ পর্বের রানার্স দলগুলোর সঙ্গে খেলে পাকিস্তান রানার্স হলেও দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে।
কিন্তু, দুই দলই যদি সুপার ৮-এর দুটি গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তবে কিন্তু আর দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে দুই দলকেই সেমিফাইনালে জিততে হবে। তবেই, ২৯ জুন ফাইনালে বার্বাডোজের ব্রিজটাউনে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে, বর্তমানে যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের সুপার ৮-এ ওঠাই বেশ কঠিন।
প্রশ্ন হল পাকিস্তান বর্তমানে সুপার ৮-এ কীভাবে উঠতে পারবে? প্রথম শর্ত হল, কানাডা আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে জিততে হবে। আর, আমেরিকা অথবা ভারতকে তাদের গ্রুপ এ পর্বের বাকি দুটো ম্যাচে হারতে হবে। এই শর্ত পূরণ না হলে, পাকিস্তানকে এবারের গ্রুপ পর্ব থেকেই টি-২০ বিশ্বকাপকে বিদায় জানাতে হবে। কারণ, পাকিস্তান ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরেছে। আর, আমেরিকা এবং ভারত দুটো করে ম্যাচ জিতেছে।