Advertisment

India vs Pakistan: বিশ্বকাপে ফের হবে ভারত-পাকিস্তান ম্যাচ! এই অঙ্ক মিললেই জমে ক্ষীর টুর্নামেন্ট, বিরাট সমীকরণ সামনেই

How there can be another india vs pakistan match: এমনিতে আইসিসির একদিন বা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান বহুবার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার লম্বা পরিসংখ্যানও আছে। কিন্তু, তাতেও দর্শকদের যেন খিদে মেটেনি। কিন্ত, হিসেব বলছে এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan, Jasprit Bumrah, t20 World Cup 2024

India vs Pakistan match highlights: বুমরা ঝলসে দিল পাকিস্তানকে (টুইটার)

Pakistan Cricket Team Super 8 qualifications: এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে উপমহাদেশের দর্শকরা এখনও যেন ভুলতে পারছেন না। ওই ম্যাচের পরে এবারে টি-২০ বিশ্বকাপে আরও ম্যাচ হলেও সমর্থকদের যাবতীয় আলোচনা যেন রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই। উপমহাদেশের দর্শকরা চাইছেন দুই দেশের মধ্যে আরও ম্যাচ হোক।

Advertisment

এমনিতে আইসিসির একদিন বা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান বহুবার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার লম্বা পরিসংখ্যানও আছে। কিন্তু, তাতেও দর্শকদের যেন খিদে মেটেনি। কিন্ত, হিসেব বলছে এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। তা সেটা পাকিস্তান কোনওভাবে সুপার ৮-এ উঠলেও। রবিবারের ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত ৬ রানে জিতেছে। রীতিমতো রোমাঞ্চকর ম্যাচ ছিল। টানটান উত্তেজনার মধ্যে কে জিতবে, শেষ হওয়ার একটু আগেও ধোঁয়াশায় রেখেছিল দর্শকদের।

বর্তমানে গ্রুপ এ-এর যা অবস্থা, তাতে পাকিস্তান যদি কোনও মতে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকেও দৌড় থামায়, তাহলেও সুপার ৮-এ ওঠার সুযোগ থাকবে। সেখানে তার সঙ্গে খেলা হবে বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপের রানার্সদের। এই সব দলগুলোর সঙ্গে খেলে সুপার ৮-এ পাকিস্তান চ্যাম্পিয়ন আর, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে খেলে রানার্স হলে তবেই কেবলমাত্র গায়ানার সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে খেলে ভারত সুপার ৮-এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ পর্বের রানার্স দলগুলোর সঙ্গে খেলে পাকিস্তান রানার্স হলেও দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে।

কিন্তু, দুই দলই যদি সুপার ৮-এর দুটি গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তবে কিন্তু আর দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে দুই দলকেই সেমিফাইনালে জিততে হবে। তবেই, ২৯ জুন ফাইনালে বার্বাডোজের ব্রিজটাউনে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে, বর্তমানে যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের সুপার ৮-এ ওঠাই বেশ কঠিন।

প্রশ্ন হল পাকিস্তান বর্তমানে সুপার ৮-এ কীভাবে উঠতে পারবে? প্রথম শর্ত হল, কানাডা আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে জিততে হবে। আর, আমেরিকা অথবা ভারতকে তাদের গ্রুপ এ পর্বের বাকি দুটো ম্যাচে হারতে হবে। এই শর্ত পূরণ না হলে, পাকিস্তানকে এবারের গ্রুপ পর্ব থেকেই টি-২০ বিশ্বকাপকে বিদায় জানাতে হবে। কারণ, পাকিস্তান ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরেছে। আর, আমেরিকা এবং ভারত দুটো করে ম্যাচ জিতেছে।

T20 World Cup Indian Team ICC Cricket World Cup Cricket World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment