/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/afg-ind.jpg)
India vs Afghanistan: টি২০ বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ভারত, আফগানিস্তান (টুইটার)
Pak journalist angers R Ashwin: আফগানিস্তান 'আইপিএল চুক্তি'-র বাধ্যবাধকতার জন্যই ভারতকে হারাতে পারে না। এমন ভিত্তিহীন অভিযোগ করে এবার ভারতীয় ক্রিকেট তারকা রবিচন্দ্রন অশ্বিনের ক্ষোভের মুখে পড়লেন পাকিস্তানের এক সাংবাদিক। ওই সাংবাদিকের পোস্ট এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) থেকে সরিয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ককে অনুরোধ করেছেন অশ্বিন। ওই পাক সাংবাদিকের অভিযোগে অশ্বিন এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে তিনি বিষয়টি নিয়ে কোনও কটাক্ষ পর্যন্ত করেননি।
পাকিস্তানের ওই সাংবাদিক বিতর্কিত পোস্টটি করেছেন টি-২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের উল্লেখযোগ্য ২১ রানে জয়ের পরই। ওই জয় সুপার ৮-র যাবতীয় হিসেব বদলে দিয়েছে। আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা জাগিয়ে তোলে। পাশাপাশি, অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দিকে ঠেলে দেয়।
আর, তারই মধ্যে পাকিস্তানের সাংবাদিক ওয়াজাহাত কাজমি অদ্ভুতভাবে দাবি করেছেন যে আফগানিস্তান ভারত ছাড়া বিশ্বের যে কোনও দলকে হারাতে পারে। তিনি অভিযোগ করেছেন, আফগান খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লাভজনক চুক্তির কারণে ভারতকে পরাজিত করতে ভয় পায়। এই পাগলের প্রলাপই অশ্বিনকে ক্ষুব্ধ করে। যাতে, এই ধরনের কোনও প্রলাপ তাঁর এক্স হ্যান্ডেলের টাইমলাইনে প্রদর্শিত না হয়, তা নিশ্চিত করার জন্য অশ্বিন ইলন মাস্কের কাছে আবেদন করেছেন।
অশ্বিন খোলাখুলি মাস্ককে লিখেছেন, 'আমি এটা তো আপনাকে বলতে পারি না যে @এলনমাস্ক কী করবেন! তবে আমার বাড়িতে কে প্রবেশ করবে, তা নির্ধারণ করার অধিকার আমার অবশ্যই থাকা উচিত। আমার টাইমলাইন আমার সিদ্ধান্ত।'
I can’t tell u what to do @elonmusk but I should certainly have the right to decide who enters my house.
My timeline my decision🙏 https://t.co/WsR95ToHSk— Ashwin 🇮🇳 (@ashwinravi99) June 23, 2024
আফগানিস্তান কিংসটাউনে ২১ রানে জয়ী হয়ে তাদের ষষ্ঠ সাদা বলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক প্রথম আন্তর্জাতিক জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে, আফগানিস্তান ৬ উইকেটে উল্লেখযোগ্য ১৪৮ রান করে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬০ রান করেছেন। ইব্রাহিম জাদরান ৪৮ বলে ৫১ করেছেন। এই দুই ক্রিকেটার ৯৫ বলে ১১৮ রানের জুটি গড়েন।
জবাবে অস্ট্রেলিয়া চেষ্টা করেও আফগানিস্তানের করা রান তুলতে পারেনি। নাভিন উল হক ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। ট্র্যাভিস হেড ৩ বলে ০ রান করে ফিরে যান। মিচেল মার্শ ৯ বলে ১২ রানে ফিরে যান। মহম্মদ নবি ডেভিড ওয়ার্নারের (৮ বলে ৩ রান) গুরুত্বপূর্ণ উইকেট নেন। নবি ৩২ রানে ৩ উইকেট নেন।
আরও পড়ুন- বিশ্বকাপে জায়গা পাননি, বিশ্বকাপের পর তাঁকেই টিম ইন্ডিয়া ক্যাপ্টেন করল জয় শাহের BCCI
গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন। সেবার তাঁর অপরাজিত ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছিল। টি-২০ বিশ্বকাপে ম্যাক্সওয়েল ৪১ বলে ৫৯ রান করেন। কিন্তু, ১৫তম ওভারে গুলবাদিন নায়েব তাঁকে আউট করে অস্ট্রেলিয়ার পরাজয় নিশ্চিত করে দেন। ম্যাচে গুলবাদিন ২০ রানে ৪ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ানরা শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৭ রান করে অলআউট হয়ে যায়। যার ফলে, আফগানিস্তান একটা স্মরণীয় জয় উপহার পায়।