Advertisment

IND vs BAN Warm-Up match: ছক্কায় ছক্কায় সাকিবকে সর্ষে ফুল দেখালেন পন্থ! মাথায় হাত সিনিয়র টাইগারের, দেখুন বিধ্বংসী ভিডিও

T20 World Cup 2024, India vs Bangladesh Warm Up Match: নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচে অনেক মারকুটে ব্যাটারই প্রত্যাশিত ছন্দ পাননি। তবে মসৃণ ভঙ্গিতে ব্যাটিং চালিয়ে গেলেন পন্থ। সুইপ শটে সাকিবকে যেমন ছক্কা হাঁকালেন, তেমন তাঁর ব্যাট থেকে বেরোল রিভার্স ল্যাপ, স্লগ সুইপের মত শট-ও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shakib Al Hasan, Rishabh Pant, India vs Bangladesh t20 world cup warm-up match

Rishabh Pant hits three sixes off Shakib Al Hasan: মাঠে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন ঋষভ পন্থ (টুইটার)

Men's T20 World Cup 2024 Warm-Up Match: সাকিব আল হাসানের ওপর চড়াও হলেন ঋষভ পন্থ। বিশ্বকাপে প্রতিপক্ষ দলের বোলারদের জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে, সেটাই যেন জানান দিয়ে গেলেন পন্থ ওয়ার্ম আপ ম্যাচে। ভারতের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনে ঝড়ো ইনিংস উপহার দিয়ে গেলেন তারকা কিপার-ব্যাটার। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিব আল হাসান কে তিনটে ছক্কায় উড়িয়ে দিলেন পন্থ। ওয়ার্ম আপ ম্যাচে মাত্র ৩২ বলে ফিফটি করে বাকি ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য মাঠ ছাড়েন তিনি।

Advertisment

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচে অনেক মারকুটে ব্যাটারই প্রত্যাশিত ছন্দ পাননি। তবে মসৃণ ভঙ্গিতে ব্যাটিং চালিয়ে গেলেন পন্থ। সুইপ শটে সাকিবকে যেমন ছক্কা হাঁকালেন, তেমন তাঁর ব্যাট থেকে বেরোল রিভার্স ল্যাপ, স্লগ সুইপের মত শট-ও।

আরও পড়ুন: ভারতের কাছে সেঁকেই গেল বাংলাদেশ! এশিয়ান টাইগারদের চূড়ান্ত হেনস্থা করলেন পন্থ-হার্দিকরা

শেষবার জাতীয় দলের হয়ে পন্থকে ব্যাট করতে দেখা গিয়েছিল ২০২২-এ। তারপরে মারণ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ২০২২-এর ডিসেম্বর থেকে মাঠ থেকে দূরে ছিলেন। অস্ত্রোপচার এবং তার পরবর্তী রিকভারিতে নিয়েছেন মাসের পর মাস। আইপিএলে এর আগে রং ছড়িয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনেই আরও ঝড় তোলার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। তাঁর প্রতিটি শট শনিবার স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকরা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছিল। ব্যাট হাতে পেসার এবং স্পিনার দুই ধরণের বোলারদের বিপক্ষে সাবলীল দেখিয়েছে পন্থকে। এটাই আশা যোগাচ্ছে টিম ইন্ডিয়াকে।

৫ তারিখে ভারত খেলতে নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচের মত পন্থকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হয় কিনা, সেটাই আপাতত দেখার।

Rishabh Pant Indian Team Shakib Al-Hasan Bangladesh Cricket Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment