Virat Kohli form: গোটা বিশ্বকাপ জুড়ে রান নেই। তা সত্ত্বেও কোহলিকে ব্যাক করার বার্তা দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। সেমিফাইনালেও কোহলির ধারাবাহিক ব্যর্থতা হাজির হয়েছে।
ফাইনালে ওঠা পর্যন্ত ৭ ম্যাচে কোহলির রান দাঁড়াল ৭৫-এ। সেমিতে ৯ বলে ৯ করে রিস টপলির বল হাঁকাতে গিয়ে বোল্ড হয়ে যান বিরাট। "কোহলি একজন কোয়ালিটি প্লেয়ার। যে কোনও প্লেয়ারের ক্ষেত্রেই এমনটা ঘটে। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়েদের কাছে ফর্ম কোনও সমস্যাই নয়। মনে হয় পুরো ফর্ম ও ফাইনালের জন্য জমিয়ে রাখছে।"
কোহলি যেখানে বিবর্ণ। সেখানে রোহিতের ব্যাট হাতে সোনালি সময় চলছেই। কঠিন পিচ, কোয়ালিটি বোলিং আক্রমণ- কোনও কিছুই রোহিতকে দমিয়ে রাখতে পারছে না। ইংরেজ বোলারদের পাল্টা দেওয়ার কাজ তিনিই শুরু করলেন প্ৰথমে। বৃষ্টির আগে ভারত ৬৫/২ ছিল। তারপর ৭৩ মিনিট খেলা বন্ধ থাকে।
পুনরায় খেলা চালু হওয়ার পর রোহিত স্যাম কারানকে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করে যান। সেই ওভারে সূর্যকুমারও কারানকে মাঠের বাইরে পাঠান। এরপরে রোহিত-সূর্যকুমার দুজনের পরবর্তী দুই ওভারে আউট হয়ে যান। আদিল রশিদ নিজের শেষ ওভারে গুগলিতে রোহিতকে বোল্ড করে দেন।
১৭২ রান তাড়া করতে নেমে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের ঘূর্ণিতে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। পাওয়ার প্লেতে ইংল্যান্ডের টপ অর্ডার ভাঙেন অক্ষর। তারপর ইংরেজদের মিডল অর্ডার তছনছ করে দেন কুলদীপ যাদব।
শনিবার বার্বাডোজের ব্রিজটাউনে ভারত ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। দুই দলই চলতি বিশ্বকাপে অপরাজিত।