Advertisment

Rohit Sharma retirement: টি২০'তে অবসরের কোনও ইচ্ছাই ছিল না! সরে দাঁড়িয়েই এবার ঝড় তোলা মন্তব্য রোহিতের

Rohit Sharma retires: টি২০-তে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন, বড় বার্তায় জানিয়ে দিলেন রোহিত শর্মা

author-image
IE Bangla Sports Desk
New Update
T20 World Cup 2024, Rohit Sharma, টি২০ বিশ্বকাপ, রোহিত শর্মা,

T20 World Cup 2024-Rohit Sharma: বিশ্বকাপ জয়ের পরই টি২০-র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। (ছবি-টুইটার)

Rohit Sharma retirement: টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা কি কার্যত অবসর নিতে বাধ্য হলেন? এই প্রশ্ন তুলে দিলেন খোদ ভারত অধিনায়ক নিজেই। বিশ্বকাপ জয়ের পর স্পষ্টবাদী রোহিত বলে বসেছেন, 'টি২০ থেকে অবসর নেওয়ার মুডে ছিলাম না।' রোহিত এবারের টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন। তাঁর এই মন্তব্য ঘিরে স্বভাবতই তৈরি হয়েছে তীব্র জল্পনা।

Advertisment

এই বিতর্কের সূত্রপাত রোহিত শর্মার একটি সাক্ষাৎকারকে ঘিরে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে ভারত অধিনায়ক বলেছেন যে তিনি প্রথমে টি২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ভাবেননি। কিন্তু, বাস্তবে দেখা গিয়েছে রোহিত ভারতকে ২য় টি২০ বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে আন্তর্জাতিক টি২০ ক্রিকেট ফরম্যাট থেকেই অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। আর, তাতেই প্রশ্ন তৈরি হয়েছে যে রোহিতকে কি তাহলে চাপ দিয়ে টি২০ থেকে অবসর নিতে বাধ্য করা হল? আর, সেটা করল বিসিসিআইয়েরই কোনও শক্তিশালী লবি?

আর, তারপই ভাইরাল হয়েছে রোহিত শর্মার সেই ভিডিও। যেখানে তিনি বলেছেন যে তিনি টি২০ ফরম্যাট থেকে এখনই অবসর নেওয়ার মুডে ছিলেন না। ২৯ জুন শনিবার বার্বাডোসে ভারত টি২০ বিশ্বকাপ জয়ের পর এখন রোহিতের সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘুরে বেড়াচ্ছে। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালেও জয়। এক ইতিহাস সৃষ্টি করেছে রোহিত শর্মার নেতৃত্বে থাকা টিম ইন্ডিয়া। আর, সেই জয়ের মাস্টারমাইন্ড অবশ্যই রোহিত। ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে। এই জয়ের পরেই, রোহিত ঘোষণা করেন যে তিনি ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন।

ভিডিওটিতে রোহিত এটাও স্পষ্ট করে দিয়েছেন যে কেন তিনি অবসরের ঘোষণা করলেন। ভারত অধিনায়ক জানিয়েছেন, পরিস্থিতিই এমন তৈরি হয়ে গেল যে তিনি বুঝে যান যে বিশ্বকাপ জয়ই তাঁর টি২০ ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত মুহূর্ত। এর আগেই অবশ্য সামনে এসেছিল যে রাহুল দ্রাবিড়ের বদলে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হতে চলেছেন। আর, গম্ভীর নাকি ভারতীয় দলের টি২০ ফরম্যাট থেকে রোহিত এবং কোহলিকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন। যদিও এবারের টি২০ বিশ্বকাপে রোহিত দুটো ম্যাচে এবং কোহলি ফাইনালে বড় রান পেয়েছেন। ঝোড়ো ইনিংস খেলেছেন। কিন্তু, তারপরও তাঁদের অবসর ঘোষণা স্বভাবতই ক্রিকেট দুনিয়ায় জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন- বোলাররা ম্যাচ জেতাল, আর POTM কোহলি! বিশ্বকাপ শেষ হতেই ভয়ঙ্কর বোমা ফাটালেন সঞ্জয় মঞ্জরেকার

একইসঙ্গে রোহিত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি টি২০ ফরম্যাটের আইপিএল খেলা অব্যাহত রাখবেন। এই প্রসঙ্গে রোহিত বলেছেন, 'সত্যি বলতে কী, আমি যখন থেকে এই ফরম্যাটে খেলছি, তখন থেকেই দারুণ উপভোগ করছি। আমি এর প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছি। এই ফরম্যাটে আমি কাপ জিততে চেয়েছিলাম।'

IPL T20 World Cup Rohit Sharma T20 BCCI ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment