Rohit Sharma hurls abuses at Litton Das: ক্যাপ্টেন হয়ে ধোনির পদাঙ্ক কিছুটা অনুসরণ করেন রোহিত শর্মা। কখনই বাড়তি আবেগ, বা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না বর্ষীয়ান সুপারস্টার। ঠান্ডা মেজাজেই দল পরিচালনা করেন তিনি।
তবে বাংলাদেশ ম্যাচ ব্যতিক্রম হয়ে থাকল। ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখা গেল আগ্রাসী ভঙ্গিতে। হাত ছুড়ে সেলিব্রেট করলেন প্রতিপক্ষ দলের উইকেট। আঙুল তুলে বাংলাদেশি ব্যাটারকে সেন্ড অফ দিতেও দ্বিধা করলেন না।
ভারত স্কোরবোর্ডে ১৯৬ রানের পাহাড়ের বোঝা চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের ওপর। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের সূচনা হয়েছিল সদর্থক ভঙ্গিতেই। লিটন দাস এবং তানজিদ হাসান বাংলাদেশকে শক্তপোক্ত সূচনা উপহার দেন।
অর্শদীপ সিং পিচ থেকে সুইং আদায় করে নিতে পারছিলেন না। তাই তাঁর ওপরেই চড়াও হয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। বুমরার ওভারে সতর্ক থাকার পন্থা নিয়েছিলেন। উইকেট না মেলায় ভারত বড় পুঁজি নিয়েও ম্যাচে মোমেন্টাম খুঁজে পাচ্ছিল না। বাংলাদেশ প্রায় ৮-এর কাছাকাছি ওভার পিছু রান তুলে যাচ্ছিল। সেই সময়েই রোহিতের ত্রাতা হয়ে দাঁড়ান হার্দিক পান্ডিয়া। পঞ্চম ওভারে বল করতে এসে ব্রেকথ্রু দিয়ে যান তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন: ভারতের কাছে হারলেও সমস্যা নেই, অঙ্ক মিললেই সেমিফাইনালে বাংলাদেশ! এখনও আশা বেঁচে টাইগারদের
পান্ডিয়া আক্রমণে এসেই অফস্ট্যাম্পের বাইরে স্লো অফ কাটার দিয়েছিলেন। লিটন দাস ক্রিজের মধ্যে শাফল করে অফসাইডে সরে গিয়ে লেগ স্ট্যাম্পে বল উড়িয়ে দেন। তবে স্লো বল পড়তে না পারায় ব্যাটে বলে ঠিকমত সংযোগ করতে পারেননি লিটন দাস।
ডিপ স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে ক্যাচ নেন সূর্যকুমার যাদব। দারুণ এই ব্রেক থ্রু পেয়ে যাওয়ায় রোহিত নিজেকে সংবরণ করতে পারেননি। ঘুঁষি ছুড়ে উদযাপন করতে দেখা যায় তাঁকে। এমনকি প্যাভিলিয়নে ফিরতে থাকা লিটনকে আগুনে সেন্ড অফ-ও দেন রোহিত। ক্যাপ্টেন হিটম্যানের মুখ থেকে গালিগালাজ-ও বেরোয়। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যাইহোক, লিটনের আউট থেকে যে মোমেন্টাম আদায় করে নিয়েছিল ভারত, তা ম্যাচে পুরোটাই বজায় থাকল। ভারতের ১৯৭ রান চেজ করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৬ রান। ৫০ রানে ম্যাচ জিতে ভারত কার্যত সেমিফাইনালে পৌঁছেই গেল। অন্যদিকে, বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের।