Rohit Sharma records: প্রতিশোধের বৃত্ত সম্পন্ন হয়েছে। আন্টিগা থেকে গায়ানায় ভারত দুই নম্বর প্রতিশোধ নিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। গত বিশ্বকাপের ফাইনালে যাঁদের কাছে হারতে হয়েছিল সেই অজিদের চূর্ণ করা হয়েছিল সুপার-৮'এই। এবার ২০২২-এর সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হওয়া সেই ইংরেজদের বিধ্বস্ত করল টিম ইন্ডিয়া। ১০ উইকেটে হার হজম করার পাল্টা ভারত দিল ৬৮ রানের একপেশে জয়ে।
আর সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে গেলেন রোহিত শর্মা। প্ৰথমে ব্যাট হাতে লো স্কিডিং সারফেসে তুখোড় হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে যেতে সাহায্য করলেন। তারপর কুশলী ফিল্ডিং, বোলিং পরিবর্তন করে ইংল্যান্ডকে বশ করলেন।
চলতি বিশ্বকাপে ভারতের হয় সর্বোচ্চ রান স্কোরার রোহিতই (৭ ম্যাচে ২২৮ রান)। কোহলি যখন কেরিয়ারের নতুন খাদে পড়ে গিয়েছেন। সেখানে রোহিত সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপ রাঙিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ৯২-এর পর সেমিতে ইংল্যান্ড ম্যাচেও রোহিতের ব্যাট থেকে বেরোল ৫৩ রানের ঝকঝকে ইনিংস।
২০২১-এ কোহলিকে সরিয়ে রোহিতের হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপর ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। দু-বারই অজি প্রাচীরে ধাক্কা খেয়েছে রোহিতের নেতা হিসেবে আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন। এবার শেষ সুযোগ তাঁর কাছে।
আর মাত্র একটা ম্যাচ। বারবার নকআউটে ধাক্কা খাওয়া ভারত আর একটা ম্যাচ জিততে পারলেই রোহিতের রাজত্ব পূর্ণতা পাবে।
ভারত কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে সেভাবে কোনও সেলিব্রেশনে মাতল না। সকলেই সমস্ত উদযাপন জমিয়ে রেখেছেন শনিবারের জন্য। রোহিত-ও দুর্ধর্ষ জয়ের পরে মোটেও উদ্বেলিত হলেন না। দলের ক্রিকেটাররা যখন পরষ্পরকে অভিবাদন জানাচ্ছেন, সেই সময় রোহিত ড্রেসিংরুমের ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন। আনমনা রোহিতকে চাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন স্বয়ং কোহলি। সেই সময়েই রোহিত মুখ চাপা দিলেন। তৃপ্তিতে চোখে জল? হয়ত বা!
এমন দৃশ্য দেখে রবি শাস্ত্রীও কমেন্ট্রি করার সময় বলে দেন, "রোহিতের মুখে স্বস্তির চিহ্ন দেখা যাচ্ছে। চেয়ারে বসে ও কী ভাবতে পারে? আমি বলছি, ও ব্রিজটাউনের ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে ইতিমধ্যেই। শনিবার কী ঘটবে সেই অপেক্ষায়?"
রোহিতের স্বপ্নভঙ্গের বৃত্ত সমাপ্ত হবে ব্রিজটাউনে? আর মাত্র কয়েক ঘন্টা।