Rahul Dravid Steps Down: দ্রাবিড় কনফার্ম করে দিয়েছেন তিনি বিশ্বকাপের পর আর জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। রাহুল দ্রাবিড় মুখ খোলার একদিন পরেই ক্যাপ্টেন রোহিত জানালেন, তিনি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। কাজের কাজ হয়নি।
মঙ্গলবার রোহিত শর্মা নিউইয়র্কে সাংবাদিকদের বলে দেন, "ওঁকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করেছিলাম। তবে ওঁকেও তো অনেক বিষয় দেখভাল করার ব্যাপার রয়েছে। তবে ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে আমার সময়টা বেশ ভালো কেটেছে।
দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার পর অধিনায়ক রোহিত জানাচ্ছেন, কীভাবে নেতা হিসেবে আরও পরিণত হতে সাহায্য করেছেন তাঁর রোল মডেল। "আয়ারল্যান্ডে অভিষেক ঘটানোর পর দ্রাবিড় আমার প্ৰথম আন্তর্জাতিক ক্যাপ্টেন ছিলেন। দলে আসার পর টেস্টে ওঁকে সামনে থেকে ব্যাট করতে দেখেছি। উনি আমাদের কাছে বরাবরের মত রোল মডেল।"
"ওঁর খেলা দেখে বড় হয়ে উঠেছি। ও আন্তর্জাতিক ক্রিকেটে কী অর্জন করেছেন, সেটা আমরা জানি। কঠিন পরিস্থিতিতে বারবার দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন।" এমনটাই বলেছেন হিটম্যান।
তাৎপর্যপূর্ণভাবে কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যখন দ্রাবিড়ের নাম ঘোষিত হয়, সেই সময়েই রোহিতও ভারতের নয়া ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব তুলে নেন। সাদা বলের ক্রিকেটে এবং পরবর্তীতে তিন ফরম্যাটেই। রোহিত-দ্রাবিড় জুটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের ফাইনালে খেলেছে। টি২০ বিশ্বকাপের সেমিতেও পৌঁছেছে দুজনের জমানায়।
"গোটা কেরিয়ার জুড়ে অসম্ভব চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন দ্রাবিড়। কোচ হয়ে আসার পর সামনে থেকে এই বৈশিষ্ট্যই রপ্ত করার চেষ্টা করে গিয়েছি এতদিন। এই শিক্ষা কাজে এসেছে। বড় রুপোর ট্রফি বাদ দিয়ে সমস্ত টুর্নামেন্ট, সিরিজ জিতেছি আমরা। ওঁর সঙ্গে থাকার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। দ্রাবিড়ই আমাদের প্ৰথম এসে বলেন, 'আমি কোচ হিসেবে এভাবে চাই দল পারফর্ম করুক।' ঘটনা যাই ঘটুক না কেন, ও আসার পর আমরা নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করে গিয়েছি।"
গুরু দ্রাবিড়ের জন্য ফেয়ারওয়েল প্ল্যান কী? রোহিত মুখ খুলছেন না। বিষয়টি সিক্রেট রেখে দিচ্ছেন। জানাচ্ছেন, "দলের বাকিরাই এমন বলবে। ওঁর সঙ্গে থাকাটা দারুণ ছিল। আমি আসলে ওঁকে বিদায়ী-বার্তায় কিছুই বলব না।"
ওয়ানডে বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার কোচিংয়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বোর্ডের অনুরোধে টি২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসাবে থাকতে রাজি হয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এপ্রিলেই বোর্ড সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার জন্য নতুন কোচের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেন। তখনই তিনি বলেন, চাইলে দ্রাবিড় পুনরায় আবেদন করতে পারেন।