/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/inzamam-arshdeep.jpg)
Arshdeep Singh Ball Tampering Allegations: ভারতের বিরুদ্ধে অভিযোগ ইনজমাম উল হকের (টুইটার)
Inzamam-ul-Haq's Accusations: সুপার-৮'এর শেষ ম্যাচে ভারত দুরমুশ করে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটে-বলে ক্যাঙারুদের কার্যত দাঁড়াতেই দেয়নি রোহিতের টিম ইন্ডিয়া। গত বিশ্বকাপ ফাইনালের ক্ষত কিছুটা জুড়োনোর সঙ্গেই ভারতের সামনে দ্বিতীয় প্রতিশোধের মঞ্চ থাকছে সেমিফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি২০ বিশ্বকাপের সেমিতে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া।এবার সেই বদলা নেওয়ার পালা।
২৪ ঘন্টা পরেই ভারত ত্রিনিদাদে খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আর সেই ম্যাচের আগেই বোমা ফাটালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল হক। বলে দিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির আশ্রয় নিয়েছে টিম ইন্ডিয়া।
পাকিস্তানের এই টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে হাজির ছিলেন ইনজামাম উল হক। সেখানে কোনওরকম রাখঢাক না করেই ইঞ্জি বলে দেন, অর্শদীপ সিং ১৫ ওভারেই রিভার্স সুইং করাচ্ছিল। নিশ্চয় কোনও ষড়যন্ত্র রয়েছে।
বল হাতে অর্শদীপ মনে রাখার মত পারফরম্যান্স করে যান। প্ৰথম ওভারেই দুর্ধর্ষ আউটসুইংয়ে ওয়ার্নারকে বোকা বানান তিনি। পরে ডেথ ওভারে আউট করেন ম্যাথু ওয়েড এবং টিম ডেভিডকে। আর অর্শদীপ সিংয়ের ডেথ ওভারের এই স্পেল নিয়েই আপত্তি ইনজামামের।
আরও পড়ুন: সেমিতে না নেমেই ভারত, দক্ষিণ আফ্রিকা পোঁছে যেতে পারে ফাইনালে! ICC-র বিশ্বকাপ নিয়ম ঘিরে হৈচৈ
পাকিস্তানের ২৪ নিউজ চ্যানেলের হাঙ্গামা শো-এ পাক কিংবদন্তি বলে দিয়েছেন, "এটা কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই অর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।"
Two former Pakistan captain Saleem Malik and Inzmam ul haq accused Arshdeep Singha nd India of ball Tempering.
2023: @MdShami11 ke ball me Chip thi: Hasan Raza
2024: Arshdeep ke ball reverse ho raha hai mtlb ball pe serious kism ka kaam hua hai: Inzmam ul haq pic.twitter.com/YXmIuPatrd— Varun Giri (@Varungiri0) June 25, 2024
ম্যাচে রোহিত শর্মার অনবদ্য ৪১ বলে ৯২ এবং তারপর সূর্যকুমার যাদব (১৬ বলে ৩১) এবং হার্দিক পান্ডিয়াদের (১৭ বলে ২৭) অবদানে ভর করে ভারত স্কোরবোর্ডে ২০৫/৫ তুলে দিয়েছিল। সেই রান তাড়া করতে নেমে অজিদের দুর্ধর্ষ সূচনা উপহার দিয়েছিলেন ট্র্যাভিস হেড। তবে অজিরা সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ১৮৭/৭-এর বেশি এগোতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের ৩ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নেন কুলদীপও।
আরও পড়ুন: মন খোলা রাখতে শেখো! ভারতের নামে বল বিকৃতির অভিযোগ আনা ইঞ্জিকে ধুয়ে দিলেন রোহিত
ঘটনা হল, এরকম দুর্ধর্ষ পারফরম্যান্সের পর ইনজামামের মন্তব্য গোটা জয়ে বিতর্কের চাদর টেনে দিল। তাঁর অভিযোগ কার্যত অবাস্তব, এমনটা বিবেচনা করেই পরে ইনজামাম ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন। বলেন, "বুমরা যদি রিভার্স সুইং করত, তাহলে নয় বোঝা যেত ওঁর অদ্ভুত একশনের জন্য এরকম হচ্ছে। রিভার্স সুইং হওয়ার আগে বল প্রস্তুত করতে হয়। এমন হতে পারে বারবার বলে আঘাত লেগে থাকতে পারে। বারবার চার-ছক্কা হওয়ায় বল রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যেতেই পারে। পিচ-ও সেরকম ছিল। তবে যাই হোক না কেন, নজর রাখতে হবে।"