/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/rohit-inzamam.jpg)
Rohit Sharma on Inzamam-ul-haq's allegations: ইনজামাম বল বিকৃতির অভিযোগ এনেছেন রোহিতদের বিরুদ্ধে (টুইটার)
Rohit Sharma rejects Inzamam's reverse swing accusation: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে বৃহস্পতিবার খেলতে নামার আগে রোহিত শর্মার মন্ত্র একটাই, শান্ত- ধীরস্থির থাকো। ২০২২-এ টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিতে শেষবার ভারত যখন মুখোমুখি হয়েছিল, তখন রোহিতরা দাঁড়াতেই পারেননি। ১০ উইকেটে হার হজম করতে হয়েছিল।
রোহিত এবার সতর্ক হয়ে বলে দিচ্ছেন, "এটা অন্য ম্যাচের মতই স্বাভাবিক ধরে খেলতে নামব আমরা। সেমিফাইনালের কথা আমরা মাথাতেই আনছি না। একে অন্যের সান্নিধ্য উপভোগ করছি আমরা। এটাই বজায় রাখতে চাই। এটা নকআউট ম্যাচ। এটা যদি আমরা বারবার ভাবি। সেটা মোটেও ভালো হবে না।"
Two former Pakistan captain Saleem Malik and Inzmam ul haq accused Arshdeep Singha nd India of ball Tempering.
2023: @MdShami11 ke ball me Chip thi: Hasan Raza
2024: Arshdeep ke ball reverse ho raha hai mtlb ball pe serious kism ka kaam hua hai: Inzmam ul haq pic.twitter.com/YXmIuPatrd— Varun Giri (@Varungiri0) June 25, 2024
অস্ট্রেলিয়া ম্যাচে ভারত অনৈতিকভাবে রিভার্স সুইং আদায় করে নিয়েছিল। বলে কারিকুরির অভিযোগ এনে পাক টিভিতে বোমা ফাটিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত। সরাসরি বলে দিয়েছেন, "এখানকার উইকেট এত শুকনো। সমস্ত দলই রিভার্স সুইং পাচ্ছে। কখনও কখনও নিজের মনটাকেও সম্প্রসারিত করতে হয়। এটা অস্ট্রেলিয়া নয়।"
পাকিস্তানের ২৪ নিউজ চ্যানেলের হাঙ্গামা শো-এ পাক কিংবদন্তি ইনজামাম বলে দিয়েছিলেন, "এটা কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই অর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।"
তাঁর অভিযোগ কার্যত অবাস্তব, এমনটা বিবেচনা করেই পরে ইনজামাম ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন। বলেন, "বুমরা যদি রিভার্স সুইং করত, তাহলে নয় বোঝা যেত ওঁর অদ্ভুত একশনের জন্য এরকম হচ্ছে। রিভার্স সুইং হওয়ার আগে বল প্রস্তুত করতে হয়। এমন হতে পারে বারবার বলে আঘাত লেগে থাকতে পারে। বারবার চার-ছক্কা হওয়ায় বল রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যেতেই পারে। পিচ-ও সেরকম ছিল। তবে যাই হোক না কেন, নজর রাখতে হবে।"
রোহিত ইনজামামকে কার্যত একহাত নিয়েই সেই বল ট্যাম্পারিং বিতর্কে ইতি টানলেন।