Sourav Ganguly wishes luck to Rohit Sharma's Team India: একদশকের আইসিসি ট্রফি খরা কাটানোর দ্বারপ্রান্তে উপস্থিত টিম ইন্ডিয়া। শনিবার রাতে বিশ্বকাপ ট্রফি নিতে উদগ্রীব হয়ে মাঠে নামবে রোহিতের ভারত। গত বছর নভেম্বরে দেশের মাটিতে স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে ফাইনলে হেরেছিল। তারও আগে এই অস্ট্রেলিয়ার কাছেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্যুদস্ত হয় টিম ইন্ডিয়া। দু-বার আইসিসি ট্রফির ধারেকাছে এসেও ব্যর্থ হয়েছে ভারত। এবার সেই 'না পাওয়ার' সেই ভূত তাড়াতে মাঠে নামবেন রোহিতরা।
আর এই ফাইনাল যুদ্ধে রোহিতের হাতেই ট্রফি দেখতে পাচ্ছেন ২০০৩-এর বিশ্বকাপ ফাইনালে ভারতকে তোলা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এক অনুষ্ঠানে বলে দিয়েছেন, "মাত্র ৭ মাসের ব্যবধানে দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালে রোহিত মনে হয় না হারবে। আর মাত্র কয়েক মাসের ব্যবধানে যদি ভারত দুটো ফাইনালে হারে, রোহিত হয়ত বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দেবে।"
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে রাজি ছিলেন না রোহিত! বিশ্বকাপ ফাইনালের আগেই বড় তথ্য ফাঁস সৌরভের
সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। ব্যাট হাতেও ফারাক গড়ে দিচ্ছেন নিয়মিত। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে কঠিন উইকেটেই রোহিত জ্বলে উঠেছেন। হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ বলে দিয়েছেন, "সামনে থেকে দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। আশা করি এটা আগামীকালেও বজায় থাকবে এবং ভারত ট্রফি জিতবে। ওঁদের ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলতে হবে।"
টিম ইন্ডিয়ার সৌভাগ্য কামনা করে সৌরভ বলেছেন, "ভারত এই টুর্নামেন্টের সেরা দল। ভাগ্য যেন ভারতের জন্য সুপ্রসন্ন হয়। ওঁদের জয় কামনা করছি। যে কোনও বড় টুর্নামেন্ট জেতার জন্য অল্প বিস্তর ভাগ্যের প্রয়োজন হয়। আশা করি ভারত ভাগ্যের সহায়তা পাবে।"
বিশ্বকাপ জয়ের থেকে আইপিএল জেতা আরও কঠিন। এমনটাই আবার বলে দিয়েছেন মহারাজ। রোহিতকে প্রশংসায় ভাসিয়ে সৌরভ বলেছেন, "রোহিত পাঁচবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন। যেটা দুর্ধর্ষ একটা কৃতিত্ব। কখনও কখনও আইপিএল জেতা বিশ্বকাপ জয়ের থেকেও কঠিন হয়ে দাঁড়ায়। আমার বক্তব্যের একদম ভুল ব্যাখ্যা করবেন না। আমি কখনই বলছি না আন্তর্জাতিক ক্রিকেটের থেকে আইপিএল ভালো। তবে আইপিএল জিততে হলে ১৬-১৭ টা ম্যাচ জিততে হয়। আর বিশ্বকাপ জেতার জন্য ৮-৯ ম্যাচে জয়-ই যথেষ্ট। তবে বিশ্বকাপ যেটা5 আরও বেশি মর্যাদার, আশা করি সেটা রোহিত আগামীকাল অর্জন করবে।"
দীর্ঘদিন ভারতের ট্রফি না পাওয়া নিয়েও মুখ খুলেছেন তিনি। বলছেন, "আমি অন্যভাবে ভাবতে চাই। অন্তত আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছচ্ছি। ফাইনালে উঠলে একবার না একবার আমরা কাপ জিতবই। সদর্থক বিষয় হল ভারত আগেভাগে টুর্নামেন্টের বাইরে চলে যাচ্ছে না। দ্বিতীয়ত, ওঁরা রীতিমত দাপট বজায় রেখে খেলছে। সাত মাস আগে সকলেই ভারতকে বিশ্বকাপে দেখেছে। ওরাই টুর্নামেন্টের সেরা দল ছিল। যদিও ফাইনালে হারতে হয়। গোটা টুর্নামেন্ট জুড়েই ভারত অস্ট্রেলিয়ার থেকে ভালো ক্রিকেট খেলেছে। স্রেফ একটা খারাপ দিন ছিল ওটা।"