Advertisment

Rohit Sharma injury: পাকিস্তান ম্যাচের আগেই ছারখার টিম ইন্ডিয়া! ক্ষেপে গিয়ে আইসিসির কাছে বিরাট অভিযোগ ভারতের

New York Pitch: দুনিয়া জুড়ে আলোচনা হওয়ার পর শেষমেষ আইসিসি বিবৃতি দিতে বাধ্য হয়, ভারত-পাক ম্যাচের আগেই যতটা সম্ভব পিচ পরিচর্যা করা হচ্ছে। তবে বিতর্ক সেখানেই থামার ইঙ্গিত নেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, ICC, New York Pitch:

Rohit Sharma injury concerns: ম্যাচের আগেই বিড়ম্বনায় টিম ইন্ডিয়া (টুইটার)

Rohit Sharma injury and New York Pitch: পিচ বিতর্কে জেরবার আইসিসি। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের জোড়া ম্যাচ অনেক প্রশ্নচিহ্ন এনে দিয়েছিল। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর যে আলোচনা শুরু হয়েছিল, তা ভয়ঙ্কর গতি পায় ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পরে। অসমান বাউন্স ভরা পিচে দুই দলের একাধিক ক্রিকেটার অল্পবিস্তর আহত হন। হ্যারি ট্যাক্টর থেকে রোহিত শর্মা-ঋষভ পন্থের শরীরে একাধিক বল আছড়ে পড়েছিল।

Advertisment

দুনিয়া জুড়ে আলোচনা হওয়ার পর শেষমেষ আইসিসি বিবৃতি দিতে বাধ্য হয়, ভারত-পাক ম্যাচের আগেই যতটা সম্ভব পিচ পরিচর্যা করা হচ্ছে। তবে বিতর্ক সেখানেই থামার ইঙ্গিত নেই।

পাকিস্তান ম্যাচের ঠিক একদিন আগে নিউ ইয়র্কের ক্যান্টিগ পার্কে অনুশীলনে নেমে আহত হতে হল রোহিত শর্মাকে। এমনিতে আয়ারল্যান্ড ম্যাচে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন কনুইয়ে বলের আঘাত লেগে। সেই ব্যথা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এর মধ্যেই অনুশীলনের চোট ভারতীয় শিবিরে রীতিমত উদ্বেগের প্রহর হাজির করল। শনিবার নেট অনুশীলনে ব্যাট করার সময় থ্রো ডাউন স্পেশ্যালিস্ট নুয়ানের বল সরাসরি আছড়ে পড়ল রোহিতের আঙুলে। সঙ্গেসঙ্গেই ফিজিওর তত্ত্বাবধানে রোহিতের অবস্থা পর্যালোচনা করা হয়। এরপরে কিছুক্ষণ অন্যপ্রান্ত থেকে ব্যাটিং চালিয়ে গেলেও বেশিক্ষণ খেলতে পারেননি।

এরপরেই রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠে ভারতীয় শিবির। জানা গিয়েছে, পিচ নিয়ে বেসরকারিভাবে আইসিসির কাছে অভিযোগও জমা করেছে ভারত। দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্টিগ পার্কে একই সমস্যায় পড়েছিলেন বিরাটের মত টেকনিক-সর্বস্ব ক্রিকেটারও। তবে তিনি চোটের শিকার হননি। সবমিলিয়ে চোটের আতঙ্কে ভারত যে রীতিমতো ফুঁসছে, তা বলাই বাহুল্য।

এর আগে আইসিসি নিজেদের বিবৃতিতে বলেছিল, "নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে পিচ যতটা স্বাভাবিক আচরণ করবে বলে ভাবা হয়েছিল আইসিসির তরফে, তা হয়নি। গতকাল ম্যাচ শেষের পরেই বিশ্বখ্যাত গ্রাউন্ডস টিম কঠোর পরিশ্রম করে চলেছে। বাকি ম্যাহগুলোয় যাতে সেরা সারফেসে খেলা হয়, সেটার একান্ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।"

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে। যে পিচ ভেন্যুর স্বাভাবিক পিচ নয়। অন্যত্র পিচ তৈরি করার পর কৃত্রিমভাবে তা মাঠের সঙ্গে জুড়ে দেওয়া হয়।

ICC Rohit Sharma Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment