/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/ie-New-Project-2024-06-14T094937.857.jpg)
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর নিজের ফর্ম নিয়ে বীরেন্দ্র শেবাগের মন্তব্যের জবাব দিলেন সাকিব আল হাসান। (এপি/ফাইল)
Shakib Al Hasan responded to Virender Sehwag: সাকিব আল হাসানকে ভয়ংকর আক্রমণ শানিয়েছিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলে দিয়েছিলেন, অবসরের সময় পেরিয়ে গিয়েছে বাংলাদেশি তারকার। বীরুকে যোগ্য জবাব দেওয়ার জন্যই বোধহয় সাকিব বেছে নিয়েছিলেন নেদারল্যান্ডস ম্যাচ। দলকে ২৫ রানে ম্যাচ জিতিয়ে সাকিব এবার পাল্টা দিলেন।
নিজের সামর্থ্য অনুযায়ী মোটেও খেলতে পারছিলেন না টাইগার সুপারস্টার। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটাও উইকেট দখল করতে পারেননি। ব্যাট হাতে দুই ম্যাচে রান ছিল যথাক্রমে ৮ এবং ৩। নেদারল্যান্ডস ম্যাচে অবশ্য স্বমহিমায় সাকিব। ৪৬ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। দলকে ১৫৯ স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেছিলেন।
সাকিব বিশ্বকাপের স্কোয়াডে থাকায় বাংলাদেশের স্কোয়াড মজবুত হবে বলে ভাবা হয়েছিল। তবে নিজের সেরা ছন্দে ছিলেন না তারকা। বারবার ব্যর্থ হওয়ার পর মুখ খুলেছিলেন শেওয়াগ। সাকিব আল হাসানকে বিস্ফোরকভাবে তুলোধোনা করেন নজফগড়ের নবাব। সংবাদমাধ্যমকে সেওয়াগ বলেছেন, 'গত বিশ্বকাপের সময়ই, আমি ভেবেছিলাম ওকে (সাকিব) আর টি-২০ ফরম্যাটে নেওয়াই উচিত নয়। অবসরের সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। তারপরও ও অবসর নিচ্ছে না, খেলেই যাচ্ছে। ও একজন সিনিয়র খেলোয়াড়। ও এই দলের অধিনায়ক ছিল। ওর (সাকিব) তো লজ্জিত হওয়া উচিত। সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবগুলো সামনে তুলে ধরা উচিত। ওর তো নিজের থেকেই বলা উচিত, অনেক হয়েছে। এবার আমি টি-২০ ফরম্যাট থেকে অবসর নেব।'
একইসঙ্গে সেওয়াগ বলেছেন, সাকিব তো আর "অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন না। যে, যখন তখন পুল শট মারতে পারবে। ও যেমনভাবে খেলে, সেই নিজের খেলাটাই খেলা উচিত। ওর এখন যেটা সবার আগে দরকার, ক্রিজে বেশ কিছুটা সময় কাটানো।"
শেওয়াগের এই গনগনে প্রতিক্রিয়ায় এবার পাল্টা দিলেন সাকিবও। সাংবাদিক সম্মেলনে শেওয়াগের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে সাকিব পাল্টা অবজ্ঞার সুরে বলে দেন, "কে উনি?" সেই ভিডিও আপাতত ভাইরাল।
Shakib Al Hasan, the most arrogant cricketer in the his history.
Journalist: There has been lot of discussions about your performance especially criticize by Virendra Sehwag"
Shakib: Who is Sehwag?
pic.twitter.com/wtqlGrdeX3— Farrago Abdullah Parody (@abdullah_0mar) June 14, 2024
নেদারল্যান্ডস ম্যাচের পর সাকিব বলে দিয়েছেন, "মাঠে কোনও প্লেয়ার কাউকে জবাব দেওয়ার জন্য নামে না। একজন প্লেয়ারের কাজ হল ব্যাটার হলে ভালো ব্যাটিং করে দলগত পারফরম্যান্সে অবদান রাখা। বোলার হলে উইকেট নিয়ে দলকে।সাহায্য করা। যদিও উইকেট পাওয়া অনেকক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর করে। ফিল্ডার হলে তাঁর সামনে আসা বল বাঁচিয়ে অথবা ক্যাচ ধরে।"
আরও পড়ুন: জীবনে কখনও সম্মান পায়নি শেওয়াগ… ইমরুল যেন ভিমরুল, বিষাক্ত হুল ফোটালেন বীরুকে
সেই সঙ্গে সাকিব জানান, খারাপ ফর্ম থাকলে বাইরের সমালোচনা মোটেও অযৌক্তিক নয়। "কাউকে জবাব দেওয়ার কিছু নেই। কোনও ক্রিকেটার যদি প্রত্যাশিত পারফর্ম করতে না পারে, দলে অবদান রাখতে না পারে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটা ভুল নয়।"
টি২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ৮০০ প্লাস রান, ৪৯ উইকেট নিয়ে এই ইভেন্টের ইতিহাসে নিজেকে সেরা অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ২০০০ থেকেই বাংলাদেশের স্কোয়াডের সঙ্গে যুক্ত। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর আন্তর্জাতিক রান সংখ্যা ১৪ হাজারেরও বেশি। উইকেটও রয়েছে ৬০০ প্লাস।