/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/shakib-shanto.jpg)
Shakib Al Hasan lashes out at captain Najmul Shanto: হারের পর শান্তকে একহাত সাকিবের (টুইটার)
Shakib Al Hasan lashes out at Najmul Shanto: বাংলাদেশ ক্রিকেটে কি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল? সেরকমই ইঙ্গিত মিলছে সাকিব আল হাসানের বক্তব্যে। সরাসরি ক্যাপ্টেন শান্তের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্ৰশ্ন তুলে দিয়েছেন তিনি
আন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতেছিলেন নাজমুল শান্ত। তবে সকলকে অবাক করে দিয়ে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশি অধিনায়ক। সেই সিদ্ধান্ত বুমরা হয়ে ফিরে আসে। কেন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাচ্ছেন, তা-ও জানিয়ে দিয়েছিলেন তিনি। বলে দেন, ভারতকে অল্প রানে।বেঁধে রেখে তা চেজ করাই তাঁদের উদ্দেশ্য। রোহিত পরে হাসতে হাসতে বলেন, টস জিতলে আগে ভারত ব্যাটিং-ই করত।
তবে তা হয়নি। ভারতের ব্যাটিং শক্তিতে ছিটকে গিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর, রিশাদ হোসেন, সাকিব আল হাসান- কাউকেই রেয়াত করেননি শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থরা। হার্দিক মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করে যান। অন্যদিকে, ঋষভ পন্থ, বিরাট কোহলি, শিভম দুবে, ক্যাপ্টেন রোহিত শর্মা নিজে সকলেই ঝড় তোলা ক্যামিওয় দলকে ১৯৬ রানে পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুন: কোহলির অপমানের বদলা মাঠেই নিলেন রোহিত! তানজিমের কুকীর্তির ফল সইতে হল টাইগার তারকাকে, দেখুন ভিডিও
ম্যাচের পর সরাসরি দলীয় সিদ্ধান্তকে একহাত নিলেন সাকিব আল হাসান। বলে দেন, "আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়, তাহলে বলব, ক্যারিবিয়ান মুলুকে প্ৰথমে ব্যাটিং করাই ট্রেন্ড। ইংল্যান্ডের সেদিন ১৮০ রান চেজ করা বাদ দিলে প্রথমে ব্যাটিং করা দলই অধিকাংশ ম্যাচে জয় পেয়েছে। এখানে টস জিতে ব্যাটিং নেওয়া উচিত ছিল। হয়ত আমাদের কোচ-ক্যাপ্টেনের অন্য কোনও প্ল্যান ছিল।"
একজন সিনিয়র তারকা হিসাবে তাঁর সঙ্গে কি কোনওরকম আলোচনা করা হয়েছিল। সাকিব সরাসরি জানিয়ে দিয়েছেন, "আমরা ভেবেছিলাম ভারতকে হয়ত অল্প রানে আটকে রাখা যাবে। যাতে সেই অনুযায়ী আমরা ব্যাটিং পরিকল্পনা সাজাতে পারি। এটাই হয়ত ফিল্ডিং নেওয়ার কারণ। তবে এই সিদ্ধ শরিক আমি নই।"
সাকিব রাগে ফুঁসতে ফুঁসতে আরও বলছেন, সিনিয়রিটির প্ৰশ্ন নয়। ক্যাপ্টেনই এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। "অভিজ্ঞতা অথবা সিনিয়রিটির বিষয় নয়। দলে যখন একজন নেতা থাকে, তিনিই শেষ কথা বলেন। যদি আমরা ভালো করি, তাঁর কৃতিত্ব ক্যাপ্টেন নেবেন। দল যদি খারাপ পারফর্ম করে তাহলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। ক্রিকেট এভাবেই খেলা হয়।"
বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে কার্যত বিদায় পাকা করে ফেলেছে। রবিবার আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে যাওয়ায় অক্সিজেন পেয়েছেন সাকিবরা। ভারত কার্যত গ্রুপ থেকে সেমিতে পৌঁছেই গিয়েছে। দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছনোর লড়াই আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার। বাংলাদেশের খাতায় কলমে সুযোগ থাকলেও সেই সম্ভবনা অত্যন্ত ক্ষীণ। সোমবার বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে আফগানিস্তানের বিপক্ষে।