Advertisment

Shaun Pollock-Suryakumar Yadav: সূর্যকুমারের ক্যাচ একদম ঠিকঠাক! নিন্দুকদের মুখে ঝামা ঘষে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার-ই পোলক

Suryakumar Yadav controversial catch: বিতর্কিত ক্যাচ নিয়ে এবার মুখ খুললেন শন পোলক

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav-Shaun Pollock

Suryakumar Yadav-Shaun Pollock: সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ পোলক। (ছবি: টুইটার)

Shaun Pollock on Suryakumar Yadav catch: টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ধরা ক্যাচ নিয়ে ঝড় তোলা নিন্দুকদের মুখে সেলোটেপ লাগিয়ে দিলেন শন পোলক। সূর্যকুমারের বিরুদ্ধে নিন্দুকদের অভিযোগ, ডেভিড মিলারের ক্যাচ ধরার সময় সূর্যকুমারের জুতোর আঘাতে বাউন্ডারির দড়ি সরে গিয়েছিল। তাই মিলার আউট ছিলেন না। আর, সূর্যকুমারও ঠিকঠাক ক্যাচ ধরেননি। কিন্তু, সেসব শিশুসুলভ অভিযোগ উড়িয়ে দিলেন মিলারের দেশ দক্ষিণ আফ্রিকারই প্রাক্তন অধিনায়ক শন পোলক। তিনি ওই ক্যাচকে ন্যায্য তো বলেছেনই। সঙ্গে, ওই ক্যাচ ধরার জন্য অসাধারণ চেষ্টা করায় সূর্যকুমারেরও গালভরা প্রশংসা করেছেন।

Advertisment

শনিবার সূর্যকুমার যাদব যে ক্যাচটা ধরেছেন, তা ভারত তো বটেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ। সেই সময় ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিল। মরণ-বাঁচন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার স্তম্ভ মিলারের ওই ক্যাচ অসামান্য কায়দায় ধরে ভারতকে ট্রফির দোরগোড়ায় নিয়ে যান সূর্যকুমার যাদব। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার তখন জয়ের জন্য ১৬ রানের প্রয়োজন। মেন ইন ব্লু অধিনায়ক রোহিত শর্মা তাঁর ডেপুটি হার্দিক পান্ডিয়ার হাতে শেষ ওভারের ভার তুলে দেন।

হার্দিক প্রথম ডেলিভারিতে একটি প্রায় ফুলটস বোলিং করেন। যা ডেভিড মিলার সরাসরি আকাশে তুলে দেন। লক্ষ লক্ষ ভক্ত সেই সময় ছয় রানের আশঙ্কায় ভুগছেন। সেই সময়ই সূর্যকুমার অনবদ্য ওই ক্যাচ ধরেন। শরীরের ভারসাম্য সামলাতে সূর্য সীমানার দড়ি থেকে কয়েক মিলিমিটার দূরে পা রেখে ক্যাচ ধরেন। আর, তাঁর পায়ের আঘাতে দড়ি নড়ে যায় বলে অভিযোগ ওঠে। থার্ড আম্পায়ারের কাছে বিষয়টা গেলে তিনি সব দেখেশুনেই মিলারকে আউট দেন।

ওই ম্যাচ শেষে কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখানোর চেষ্টা হয় যে, সূর্যকুমার সীমানার দড়িকে জুতো দিয়ে পিছনে ঠেলে দিয়েছিলেন। আইসিসির প্লেয়িং কন্ডিশন ১৯.৩ ধারা অনুযায়ী, 'সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনও কঠিন বস্তু যদি কোনও কারণে স্থানচ্যুত হয়, তাহলে বিঘ্নিত হয়, তাহলেও সীমানা অপরিবর্তিত আছে বলেই ধরতে হবে।' আর, এই ধারাকেই হাতিয়ার করেই নিন্দুকরা অভিযোগ করা শুরু করেছিলেন, মিলার আউট ছিলেন না। তাঁকে ইচ্ছা করে আউট দেওয়া হয়েছে। যাতে ভারতের হাতে ট্রফি ওঠে। গোটাটাই একটা ষড়যন্ত্র। সেই সব অভিযোগই উড়িয় দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলক।

কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বলেছেন, 'ক্যাচটা ঠিকই ছিল। দড়িটা সরে গেছিল। কিন্তু, ওটা খেলার সময় হয়েই থাকে। সূর্যের ক্যাচ ধরার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। ও তো আর সেই দড়ির ওপর উঠে দাঁড়ায়নি। ক্যাচটা ধরে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে।' পোলকের সেই বক্তব্যও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- বিশ্বকাপ জিতেই পদত্যাগ কেন করলেন দ্রাবিড়! আসল ঘটনা সামনে এনে ঝড় তুললেন জয় শাহ

ভারত শিরোপা জেতার পর ড্রেসিংরুমে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের কাছ থেকে 'সেরা ফিল্ডার' পদক পান সূর্যকুমার। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ গত বছরের অক্টোবরে ৫০-ওভারের বিশ্বকাপের সময় খেলোয়াড়দের জন্য অতিরিক্ত অনুপ্রেরণা হিসাবে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার অভিনব প্রথা চালু করেছিলেন। সেই প্রথা মেনেই সূর্যকুমারকে পুরস্কৃত করা হয়েছে। এই ব্যাপারে কোচ এবং সতীর্থদের পিঠ চাপড়ানি খেয়ে সূর্যকুমার বলেছেন, 'আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং জয় স্যারের কাছ থেকে এই পদক পাওয়ার জন্য দিলীপ স্যারকে অনেক ধন্যবাদ।'

T20 World Cup ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Indian Cricket Team Suryakumar Yadav
Advertisment