Advertisment

Nicholas Pooran: ছয় ছক্কা না মেরেও এক ওভারে ৩৬! রেকর্ড দুমড়ে মুচড়ে একাকার ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচে

West Indies vs Afghanistan: তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ক্যারিবিয়ান তারকা। তারপর চার-ছক্কার ঝড় তুললেন তিনি। হাঁকালেন হাফডজন বাউন্ডারি, আটটা বিশাল ওভার বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান করে গেল গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচে।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
Nicholas Pooran broke a heap of records with his 53-ball 98 on Tuesday. (AP)

WI vs AFG: দুর্ধর্ষ ছন্দে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ

Nicholas Pooran batting: গ্রুপ-সির গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমেছিল আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। শেষ আটে দুই দল আগেই পৌঁছে গিয়েছিল। দুই দলের কাছেই লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার-৮'এ খেলতে নামা। তবে আফগানিস্তান বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান তান্ডব চালালেন। ৫৩ বলে ৯৮ করে রান আউট হলেন। মাত্র দুই রানের জন্য মিস করলেন সেঞ্চুরি।

Advertisment

তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ক্যারিবিয়ান তারকা। তারপর চার-ছক্কার ঝড় তুললেন তিনি। হাঁকালেন হাফডজন বাউন্ডারি, আটটা বিশাল ওভার বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান করে গেল গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ জয় পেল ১০৪ রানের ব্যবধানে। চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজ ১০০ প্লাস রানে জয়লাভ করল।

টপকে গেলেন গেইলকে
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে নিকোলাস পুরান ছক্কা হাঁকানোর রেকর্ডে টপকে গেলেন স্বয়ং ক্রিস গেইলকেও। গেইল ১২৪ ছক্কা হাঁকিয়েছেন ৭৫ ইনিংসে। সমসংখ্যক ছক্কা হাঁকাতে পুরান নিলেন ৮৪ ইনিংস। মঙ্গলবার ম্যাচের পর পুরানের ছক্কার সংখ্যা দাঁড়াল ১২৮-এ। এই তালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মা (১৯৪টি ছক্কা সমেত)।

৫০০-র ক্লাবে পদার্পণ
সমস্ত ধরণের টি২০ ক্রিকেটে পুরান হাঁকিয়ে ফেললেন ৫০০ প্লাস ছক্কা। পুরুষদের ক্রিকেটে পুরান ষষ্ঠ তারকা হিসাবে এই ক্লাবে নাম লেখালেন। তাঁর আগে এই তালিকায় রয়েছেন ক্রিস গেইল (১০৫৬), কায়রণ পোলার্ড (৮৬০), আন্দ্রে রাসেল (৬৮৬), কলিন মুনরো (৫১৮) এবং রোহিত শর্মা (৫১৪)।

আরও পড়ুন: নামেই বিশ্বকাপ, ভারতকে নিয়ে আসলে পাড়ার টুর্নামেন্টে ICC! নির্লজ্জভাবে রোহিতদের জন্যই যাবতীয় সুবিধা

এক ওভারে সর্বাধিক রানের নজির ওয়েস্ট ইন্ডিজের
ব্যাটিংয়ের সময় নিকোলাস পুরান আজমাতুল্লা ওমরজাইয়ের এক ওভারে তুললেন ৩৬ রান তুললেন। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এই ওভার যুগ্ম সর্বাধিক খরুচে ওভার। ২০০৭-এ স্টুয়ার্ট ব্রডের এক ওভারে যুবরাজ ৩৬ তুলেছিলেন।

যে কোনও ধরণের টি২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ তারকাদের সঙ্গে এমন কীর্তির যুক্ত থাকার ঘটনা দ্বিতীয়বার ঘটল এই নিয়ে।

36 – Yuvraj Singh (India) vs Stuart Broad (Englamd), Durban, 2007
36 – Kieron Pollard (West Indies) vs Akila Dananjaya (Sri Lanka), Coolidge, 2021
36 – Rohit Sharma and Rinku Singh (India) vs Karim Janat (Afghanistan), Bengaluru, 2024
36 – Dipendra Singh Airee (Nepal) vs Kamran Khan (Qatar), Al Amerat, 2024
36 – Nicholas Pooran and Johnson Charles (West Indies) vs Azmatullah Omarzai (Afghanistan), St. Lucia, 2024

পাওয়ার প্লেতে নতুন রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের
পাওয়ার প্লেতে বিধ্বংসী মেজাজে থাকা ওয়েস্ট ইন্ডিজ তুলল ৯২/১ রান। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এর আগে পাওয়ার প্লেতে সর্বাধিক রান তোলার কীর্তি ছিল নেদারল্যান্ডসের। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৪-এ ৯১/১ তুলেছিলেন ডাচ ব্যাটাররা। সেই রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরানরা।

টানা জয়ের নজির
গ্রুপ পর্বের চারটে ম্যাচের চারটিতেই জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপের ইতিহাসে যা ওয়েস্ট ইন্ডিজের সফলতম ঘটনা। ২০২৪-এ ওয়েস্ট ইন্ডিজ টানা আটটি টি২০-তেই জয়লাভ করল। ২০১২/১৩ সিজনের পর এটাই ক্যারিবিয়ানদের সফলতম টানা জয়ের রেকর্ড।

West Indies Cricket World Cup ICC Cricket World Cup T20 World Cup Afghanistan Cricket Team West Indies Cricket Team
Advertisment