Advertisment

David Wiese retirement: গত বছরেও খেলেছেন কেকেআরে! বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অবসরের সিদ্ধান্ত নাইট তারকার

David Wiese career: উইজ সেই সব বিরল ক্রিকেটারদের একজন যাঁরা দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

IE Bangla Sports Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
IPL 2024 Playoffs: আইপিএল প্লে অফ, কেকেআর

David Wiese-KKR: কেকেআরের হয়েও খেলেছেন উইজে। (ছবি- টুইটার)

David Wiese retires: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ডেভিড উইজ। বিশ্বের বিভিন্ন দেশে টি-২০ ক্রিকেট খেলে বেড়ানো উইজ কেকেআরের হয়েও আইপিএল খেলেছেন। উইজ সেই সব বিরল ক্রিকেটারদের একজন যাঁরা দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৩ সালের ২ আগস্ট, শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে উইজের টি-২০ ফরম্যাটে অভিষেক হয়েছিল। অবসর ঘোষণা করায় যার সমাপ্তি ঘটল এবারের টি-২০ বিশ্বকাপে। অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামিবিয়ার হয়ে তিনি শেষ টি-২০ ম্যাচ খেললেন।

Advertisment

অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চলতি আইসিসি টি২০ পুরুষ বিশ্বকাপের ৩৪তম ম্যাচে, নামিবিয়া ইংল্যান্ডের কাছে ৪১ রানে (ডিএলএস পদ্ধতি)-তে হেরেছে। কিংবদন্তি উইজ এই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন। ১২ বলে ২৭ রান করেছেন। যার মধ্যে ছিল দুটি চার, তিনটি ছক্কা। ডানহাতি কিংবদন্তি এই নামিবিয়ান ব্যাটার জোফরা আর্চারের বল বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন। সেই সময় তাঁর ক্যাচ লং অনে ধরা পড়ে।

৩৯ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার বল হাতেও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইংল্যান্ড ওপেনার ফিল সল্টের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাঁর দুই ওভারের স্পেলে ৩ ইকোনমি রেটে মাত্র ছয় রান দেন। এক দশকেরও বেশি সময় টি-২০ ক্রিকেটে খেলে বেরিয়েছেন উইজ। অবসরের সিদ্ধান্তে তাঁর সেই লম্বা কেরিয়ারে যবনিকা পতন ঘটল।

পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে ভারত-সহ বিভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলেছেন উইজে। এর মধ্যে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে, তাঁকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। আইপিএলে তিনি মোট ১৮টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৪৮। গড় ছিল ২৯.৬০। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রান করেছিলেন। পাশাপাশি, ১৬টি উইকেট নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়েছিলেন ৩৩ রানে ৪ উইকেট।

অবসর নামিবিয়ার হয়ে নিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে উইজের টি-২০ এবং একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল। তাঁর টি-২০ অভিষেক হয়েছিল ২০১৩ সালের ২ আগস্ট, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর, তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল দুই বছর পর। ২০১৫ সালের ১৯ আগস্ট, সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন-  ভারত-পাকিস্তান বারবার বিশ্বকাপে কেন একই গ্রুপে, সুর চড়ালেন এবার শেওয়াগ

প্রবীণ এই ক্রিকেটার পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ না পেয়ে নামিবিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তিনি নামিবিয়ার হয়ে নয়টি ওয়ানডে খেলেছেন। একটি হাফ সেঞ্চুরি-সহ ২২৮ রান করেছেন। ছয় উইকেটও পেয়েছেন। পাশাপাশি, উইজে নামিবিয়ার হয়ে ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনটি অর্ধশতক-সহ ৫২৮ রান করেছেন।

KKR Cricket World Cup ICC Cricket World Cup T20 World Cup England Cricket Team Namibia Cricket Team
Advertisment