/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/ie-virat-kohli-rohit-sharma.jpg)
কোহলি, যিনি বিগত কয়েক মৌসুমে আরসিবি ওপেনার ছিলেন, সম্প্রতি সমাপ্ত আইপিএল মরসুমের সর্বোচ্চ স্কোরার হিসাবে সমাপ্ত হয়েছেন যেখানে ভারতের অধিনায়ক রোহিত নিউইয়র্কে অন্য ওপেনার হিসেবে রয়েছেন। (ফাইল)
Kuldeep Yadav snubbed, Team India playing XI against Ireland: ওয়ার্ম আপ ম্যাচে যেমন দেখা গিয়েছিল, সেভাবেই দল সাজাল ভারত যশস্বী জয়সওয়ালকে প্ৰথম এগারোর বাইরে রেখে। গত কয়েক বছর ধরেই টি২০-তে নিয়মিত খেলে আসছেন যশস্বী। তবে রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে বিরাটকেই বেছে নিল টিম ইন্ডিয়া।
আইপিএলে আরসিবির জার্সিতে রানের বন্যা বইয়েছেন কিং কোহলি ওপেন করেই। তাই রোহিতের সঙ্গে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করবেন বিরাট-ই। ওয়ার্ম আপ ম্যাচের একদিন আগে দলের সঙ্গে যোগ দেওয়া কোহলি বাংলাদেশ ম্যাচে খেলেননি। কোহলির জায়গায় সঞ্জু স্যামসনকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত। পন্থকে তিন নম্বরে পাঠানো হয়েছিল ওয়ার্ম আপ ম্যাচে। আর সেই ক্লু ধরেই আয়ারল্যান্ড ম্যাচেও তিনে ব্যাট করবেন ঋষভ পন্থ।
Kuldeep yadav is dropped. are u kidding me???
— Avani Gupta🍷 (@cricketizlife) June 5, 2024
বোলিং বিভাগে জাদেজার স্পিন পার্টনার হিসাবে জায়গা হয়েছে অক্ষর প্যাটেলের। সাম্প্রতিক সময়ে দুর্ধর্ষ ফর্মে থাকা কুলদীপ যাদবের ঠাঁই হয়েছে ডাগ আউটে। জজকুলদীপের মত যে কোনও কন্ডিশনে সেরা অস্ত্রকে বাদ দিয়ে অক্ষরের অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তিন পেসার নিয়ে খেলতে নেমেছে ভারত-জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। তিনজনেই ওয়ার্ম আপ ম্যাচে খেলেছিলেন।
India dropped Kuldeep? What madness 😳 currently, the best spinner in India by a country mile in this format.#T20WorldCup
— Rohit Sankar (@imRohit_SN) June 5, 2024
ঘটনা হল, ভারতের এই টিম কম্বিনেশনকে একহাত নিয়েছেন সুনীল গাভাসকার। কোন যুক্তিতে কুলদীপের মত স্পিনারকে বাদ দেওয়া হল, তা বোধগম্য নয় সানির। টসের সময় গাভাসকার বলে দিয়েছেন, "কুলদীপের বাদ পড়ায় আমি বিস্মিত। আইপিএলে ও ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছে।"
They dropped Kuldeep against the team which will struggle against the spin.😨
— SS (@SlogSnickers) June 5, 2024
কুলদীপ গত বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন। টেস্টে সহ যেকোনও ফরম্যাটে কুলদীপ ভারতের আপাতত একনম্বর বোলার। তাঁকে বাদ দেওয়া মনঃপুত হয়নি নেটিজেনদেরও। তাঁরা একহাত নিয়েছেন টিম ম্যানেজমেন্টকে।
Chalo shows how screwed up selection they have done.
It’s a joke that they dropped Kuldeep! https://t.co/5jVb33wJ9F— Sourav Sinha (@sourav_sinha) June 5, 2024
রোহিত নিজে অবশ্য কুলদীপের বাদ পড়া নিয়ে স্পষ্ট কারণ দেখাননি। বলে দিয়েছেন, ওয়ার্ম আপ ম্যাচ ভারতের টিম কম্বিনেশন বাছাইয়ে সহায়ক হয়েছে।
Absolute mental selection
They have dropped kuldeep wth! pic.twitter.com/zDOboMWUHZ— D...K (@DarkNghtUvacha) June 5, 2024
ভারত প্রথম একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ