Advertisment

Suryakumar Yadav: হেরে যাওয়া ইউএসএ ক্যাপ্টেনের দিকে এগিয়ে গেলেন স্কাই, যা করলেন… চিরজীবন মনে রাখবে ক্রিকেটবিশ্ব

USA stand-in slipper Aaron Jones: ম্যাচের জয়সূচক রানটি শিবমই করেছেন। তিনি আমেরিকার পেসার আলি খানের বলে রান নেওয়ার পর, বিপক্ষ দলের অধিনায়ক অ্যারন জোন্সের কাছে যান সূর্যকুমার যাদব।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, Aaron Jones, সূর্যকুমার যাদব, অ্যারন জোনস,

Suryakumar Yadav-Aaron Jones: অ্যারন জোন্সকে সান্ত্বনা দিচ্ছেন সূর্যকুমার যাদব। (ছবি- টুইটার)

Suryakumar Yadav gestures: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পর আমেরিকার অস্থায়ী অধিনায়ক অ্যারন জোন্সকে সান্ত্বনা দিলেন ভারতীয় তারকা সূর্যকুমার যাদব। নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপের ম্যাচে যাদবের এই আচরণ মন কাড়ল দর্শকদের। এমনিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই টিমে সাত জন ভারতীয় খেলোয়াড় রয়েছেন। ফলে, বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশেই ম্যাচটা হয়েছে।

Advertisment

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সৌরভ নেত্রভালকার, হরমিত সিং, মোনাঙ্ক প্যাটেলরা অতীতে বর্তমান ভারতীয় দলের অনেকের সঙ্গেই চুটিয়ে ক্রিকেট খেলেছেন। ফলে, তাঁদের মধ্যে পরিচয়টা দীর্ঘদিনের। কয়েকজন তাই ভারতীয় ড্রেসিংরুমে আড্ডাও মারলেন। কিন্তু, সেসব ছিল দর্শকদের চোখের বাইরে। তাঁদের চোখে ধরা থাকল ম্যাচ শেষে সূর্যকুমার যাদব ও অ্যারন জোন্সের মধ্যে খেলোয়াড়সুলভ পরিবেশ। যদিও অ্যারন ভারতীয় বংশোদ্ভূতও নন। আর, ভারত থেকে আমেরিকার নাগরিক হয়ে যাওয়া কোনও খেলোয়াড়ও নন। তারপরও প্রীতির পরিবেশটা ম্যাচ শেষেও বহাল থাকল জোন্সের সঙ্গে যাদবের আচরণের জন্যই।

জোন্স আমেরিকার সেরা ব্যাটারদের একজন। টি-২০ বিশ্বকাপে কানাডা ও পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্থায়ী অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল চোটের জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে না পারায় জোন্স অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। এমনিতে ভারতের ব্যাটিং ইউনিট বিশ্বের সেরাদের অন্যতম। তার বিরুদ্ধে জোন্সের আমেরিকা সমানতালে পাল্লা দেওয়ার চেষ্টা চালিয়েছিল, তা-ও মাত্র ১১০ রানকে সম্বল করে। কিন্তু, শেষ পাঁচ ওভারে ম্যাচ দ্রুতগতিতে পরিবর্তিত হয়। ভারত পাঁচটি পেনাল্টি রান পায়। যাতে ৩০ বলে ৩৫ রান তোলার বদলে ভারতের ৩০ বলে ৩০ রান তুললেই যথেষ্ট হয়ে যায়।

ম্যাচ হেরে জোন্স কার্যত হতাশ হয়ে পড়েছিলেন। আর, সূর্যকুমার যেন নিজের সেরা সময়কে খুঁজে পেয়েছিলেন। তিনি ভারতীয় দলে সেরা টি-২০ ব্যাটার নন। অথচ, তাঁর ৪৯ বলে অপরাজিত ৫০ রান ভারতের জয় নিশ্চিত করে। মাত্র ১৮.২ ওভারেই ভারত এই জয় ছিনিয়ে নেয়। শুধু জয় পাওয়াই নয়। এই জয়ের ফলে পরপর তিনটি ম্যাচ জিতে ভারত চলতি বিশ্বকাপে গ্রুপ এ থেকে সুপার ৮-এ উঠল। ম্যাচে সূর্যকুমারের সঙ্গে যোগ্য সঙ্গত করে গিয়েছেন শিবম দুবে। তিনি ৩৫ বলে করেছেন অপরাজিত ৩১ রান।

ম্যাচের জয়সূচক রানটি শিবমই করেছেন। তিনি আমেরিকার পেসার আলি খানের বলে রান নেওয়ার পর, বিপক্ষ দলের অধিনায়ক অ্যারন জোন্সের কাছে যান সূর্যকুমার যাদব। তাঁকে আলিঙ্গন করেন। পিঠ চাপড়ে দেন। পালটা জোন্সও বুঝিয়ে দেন যে তিনি সূর্যকুমারের এই আচরণের প্রশংসা করছেন।

বুধবারের ম্যাচ সূর্যকুমারের জন্য আরও একটা কারণে উল্লেখযোগ্য। তিনি চলতি টুর্নামেন্টের আগের দুটি ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ বলে ২ রান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৮ বলে ৭ রান। পিচের ধীরগতির জন্যই তাঁর সমস্যা হয়েছিল বলেই বিশেষজ্ঞদের ধারণা। যাই হোক, সেই রান না পাওয়ার অতৃপ্তি তিনি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে মিটিয়ে নিলেন।

আরও পড়ুন- ১১ সাংবাদিকের সরাসরি ‘অবজ্ঞা’ অর্শদীপকে, ছুটলেন হিরো নেত্রভালকারের দিকে

আমেরিকার বিরুদ্ধে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশেষ কিছু করতে না পারায় গুরুদায়িত্ব পড়েছিল সূর্যকুমার যাদবের ওপরই। শুধু বাউন্ডারির ভরসায় না থেকে তিনি ম্যাচে প্রচুর সিঙ্গল রান নিয়েছেন। তারই মধ্যে ঋষভ পন্থের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে তুলেছেন সূর্য। পন্থ আলি খানের বলে বোল্ড হওয়ার পর তিনি শিবম দুবের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। শেষ পর্যন্ত দুবের সঙ্গে সূর্যকুমারের জুটি তোলে অপরাজিত ৬৭ রান। যা ভারতের সাত উইকেটে ম্যাচ জয় নিশ্চিত করে।

T20 World Cup Cricket News ICC Cricket World Cup Cricket World Cup USA Indian Cricket Team Suryakumar Yadav
Advertisment