USA cricket Team: আবহাওয়ার বার্তা শুনিয়েই পাকিস্তানিদের বুকে কাঁপুনি ধরালেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। আমেরিকার ফ্লোরিডা থেকে তাঁর বার্তা কার্যত শুক্রবারের ম্যাচ নিয়ে শঙ্কায় থাকা পাকিস্তানিদের বুকের ধরফরানি কয়েকগুণ বাড়িয়ে দিল। শুক্রবার এবারের টি-২০ বিশ্বকাপে আমেরিকা বনাম আয়ারল্যান্ডের ম্যাচ। সেই ম্যাচের ওয়েদার রিপোর্টের প্রতীক হিসেবে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সূর্যকুমার। আর, তাতেই চারদিকে জল্পনার বন্যা বয়ে যায়।
এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান এবং আমেরিকা একই গ্রুপে রয়েছে। দুটো টিমই গ্রুপ-এ এর অংশ। পাকিস্তান ইতিমধ্যে দুটো ম্যাচ হেরে গিয়েছে। আমেরিকা দুটো ম্যাচ জিতে গিয়েছে। তার মধ্যে একটা ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছে। এর ফলে, শুক্রবারের ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে আমেরিকা ড্র করলেও তারা এবারের টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ পৌঁছে যাবে।
বিশ্বকাপের প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল এবারের টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ যাবে। তার মধ্যে ভারত ইতিমধ্যেই গ্রুপ এ থেকে সুপার ৮-এ পৌঁছে গিয়েছে। ভারত এখনও পর্যন্ত এই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছে। এই তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। অন্য ম্যাচে হারিয়েছে আমেরিকাকে।
এই পরিস্থিতিতে পাকিস্তান পড়েছে বেকায়দায়। কারণ, শুক্রবার ফ্লোরিডার আবহাওয়া ভালো নয়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেকথাই ছবি পোস্ট করে বোঝানোর চেষ্টা করেছেন সূর্যকুমার যাদব। বৃষ্টির জন্য খেলা শেষ পর্যন্ত না-হলে, আমেরিকা এবং আয়ারল্যান্ড সমানভাগে পয়েন্ট পেয়ে যাবে। আর, তারই দৌলতে এবারে টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বের দ্বিতীয় দল হিসেবে আমেরিকা সুপার-৮ এ পৌঁছে যাবে।
আরও পড়ুন- জীবনে কখনও সম্মান পায়নি শেওয়াগ… ইমরুল যেন ভিমরুল, বিষাক্ত হুল ফোটালেন বীরুকে
এই গ্রুপ থেকে কে আর সুপার ৮-এ ওঠে, সেই নিয়ে জল্পনা ভারত সুপার ৮-এ ওঠার পর থেকেই ছিল। ভারতীয় খেলোয়াড়রাও সেদিকে নজর রাখছেন। কারণ, পাকিস্তান ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী। বাবর আজমের দল আমেরিকার কাছে হারতেই পারে। কিন্তু, ভারতের বিরুদ্ধে ম্যাচ হলেই শেষ পর্যন্ত লড়ে যাওয়ার চেষ্টা করবে। যদিও সেমিফাইনালে না উঠতে পারলে পাকিস্তানের আর ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। তবুও সতর্কতা হিসেবে ভারতীয় খেলোয়াড়রা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছিলেন। আর, তারই প্রেক্ষিতে ম্যাচের আবহাওয়ার আপডেট দেন সূর্যকুমার যাদব।