Advertisment

Team India: নিউ ইয়র্কের মত শহরে কিনা এই হোটেল! মাঠের পর এবার থাকার জায়গা নিয়ে ক্ষোভ ওগড়াল টিম ইন্ডিয়া

Team India not using hotel gym: ক্রিকেট নেক্সট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লং আইল্যান্ডে ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেখানে কোহলিদের ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত জিম-সুবিধা নেই। তাই শহরের-ই মধ্যে অন্য এক জিমে অনুশীলন করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Team India, India vs USA, t20 World Cup

Team India gym membership: ইউএসএ-র বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

Team India gym membership: নিউ ইয়র্কে গিয়ে মনের মত পরিকাঠামো পাচ্ছেন না ভারতীয় তারকারা। এমনটা অভিযোগ আগেই উঠেছিল। এবার সরাসরি হোটেলের ঘটনা প্রকাশ্যে এল। ভারতীয় দলের স্টাফদের হোটেল কর্তৃপক্ষের তরফে হোটেলের বাইরের এক জিম থেকে সদস্যপত্র সংগ্রহ করতে বলা হল। কারণ হোটেলে ভারতীয় ক্রিকেটারদের জন্য উপযুক্ত জিম-যন্ত্রপাতি নেই।

Advertisment

ক্রিকেট নেক্সট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লং আইল্যান্ডে ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেখানে কোহলিদের ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত জিম-সুবিধা নেই। তাই শহরের-ই মধ্যে অন্য এক জিমে অনুশীলন করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

টিম ম্যানেজমেন্টের এক সোর্সকে উদ্ধৃত করে সেই প্রতিবেদনে বলা হয়েছে, "ভারতীয় দল হোটেলের জিম ব্যবহার করে না। নিকটবর্তী এক জনপ্রিয় জিম থেকে মেম্বারশিপ কার্ড সংগ্রহ করতে হয়েছে।

এর আগে ভারতীয় দলের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল অনুশীলনের মাঠ ক্যান্টিগ পার্কের পরিকাঠামো নিয়ে। রাহুল দ্রাবিড় সরাসরি বলে দিয়েছিলেন, পাব্লিক পার্কে অনুশীলন করাটা কিছুটা অদ্ভুত। ঘটনাচক্রে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচে একাধিক ভারতীয় তারকা চোট-আশঙ্কার মধ্যে পড়ায় আইসিসির কাছে বেসরকারিভাবে অভিযোগ জানিয়েছিল ভারত।

টিম ম্যানেজমেন্টের এক কর্তা বলেছেন, "সব জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে কোনওরকমে ব্যবস্থা করা হয়েছে। প্র্যাকটিস থেকে মাঠ, জিম-পরিকাঠামো- সর্বত্রই বিশৃঙ্খলা লেগেই রয়েছে।"

তবে এসব চ্যালেঞ্জ সামলেই ভারত নিশ্চিন্তে কোয়ালিফাই করে গিয়েছে শেষ আটে। প্ৰথম দুই ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তানকে হারানোর পর একদিন আগেই আয়োজক ইউএসএ-কে হারিয়ে ভারত সুপার-৮'এ পৌছে গিয়েছে। ফ্লোরিডায় ভারত শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। তারপর ওয়েস্ট ইন্ডিজ রওনা দেবে টিম ইন্ডিয়া সুপার-৮ পর্বে অংশ নিতে।

Read the full article in ENGLISH

T20 World Cup Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team ICC
Advertisment