Advertisment

T20 WC Average Practice Facilities: আমেরিকায় অনুশীলনের মাঠ দেখেই ক্ষেপে বোম রোহিত-দ্রাবিড়! ICC-র কাছে বেনজির অভিযোগ বিশ্বকাপের আগেই

Indian Cricket Team Not Happy: বুধবার বিকালেই ভারতীয় দল প্ৰথমবার অনুশীলনে নামে নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে। তবে জানা যাচ্ছে, ভারতীয় দলের জন্য সংস্লিষ্ট ভেন্যুতে যে অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল, তাতে মোটেও সন্তুষ্ট নন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India training facilities in New York

Rohit Sharma Rahul Dravid miffed: টিম ইন্ডিয়ার হেড কোচ এবং অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা (টুইটার)

Rahul Dravid Rohit Sharma Arrangements Concerns: কয়েকদিন আগেই সাকিব আল হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট ফেসিলিটি নিয়ে প্রকাশ্য সমালোচনায় সরব হয়েছিলেন। এবার সেই একই কাণ্ড ঘটল ভারতীয় শিবিরেও। আইপিএল ফাইনালের আগেই বিরাট কোহলি বাদে প্রায় বিশ্বকাপের স্কোয়াডে থাকা তারকারা রওনা হয়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

Advertisment

বুধবার বিকালেই ভারতীয় দল প্ৰথমবার অনুশীলনে নামে নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে। তবে জানা যাচ্ছে, ভারতীয় দলের জন্য সংস্লিষ্ট ভেন্যুতে যে অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল, তাতে মোটেও সন্তুষ্ট নন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়।

ভারতের আনুষ্ঠানিক বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৫ জুন। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে নামার আগে ভারত একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ভারত শেষবার আন্তর্জাতিক স্তরে টি২০ খেলেছিল সেই জানুয়ারিতে। আফগানিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন: এই বিশ্বকাপই শেষবার! আর দেখা যাবে না একের পর এক তারকাকে, রয়েছেন নাইট সুপারস্টারও

তবে আন্তর্জাতিক ম্যাচ না হলেও পুরো ভারতীয় স্কোয়াড আইপিএলের মত মেগা টুর্নামেন্ট খেলে বিশ্বকাপের মহড়া সেরেছে। আর অনুশীলনে ভারত প্ৰথমবার নামার পরেই বিপত্তি। ভেন্যুতে ছয়টা ড্রপ ইন পিচের মধ্যে পাওয়া গিয়েছিল মাত্র তিনটি। এতেই ভারতীয় শিবির অসন্তুষ্ট হয়। টিভি-১৮'এর প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি ভারতীয়দের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তা-ও মনঃপুত হয়নি টিম ইন্ডিয়ার। আইসিসির ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করছে বিসিসিআই-ও।

টিম ইন্ডিয়ার তরফে এক সোর্স সেই ওয়েবসাইটকে জানিয়েছেন, "সমস্ত কিছুই জোড়াতালি দেওয়া ব্যাপার। সোজা কথায় সবকিছুই ভীষণ গড়পড়তা। টিম ইতিমধ্যেই নিজেদের আপত্তির কথা জানিয়েছে।"

আইসিসির তরফে অবশ্য ভারতীয় দলের পক্ষ থেকে কোনও অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে। আইসিসির বক্তব্য, "ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন পরিকাঠামো নিয়ে কোনও দলের তরফে কোনও আপত্তি আমাদের কাছে জানানো হয়নি।

ঘটনা হল, ভারত এই নিউ ইয়র্কেই তিনটে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে- আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ভারত খেলবে ফ্লোরিডায়। আর তিনটে গ্রুপ পর্বের ম্যাচের সময় নিউ ইয়র্কের মেক-শিফট অনুশীলন-ই বরাদ্দ থাকবে টিম ইন্ডিয়ার জন্য।

নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠে কোনও অনুশীলন কেন্দ্র নেই। তাই ক্যান্টিয়াগ পার্কেই সমস্ত দলকে অনুশীলন সারতে হবে।

ICC Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment