New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/team-india-1_85782c.jpg)
IND-Playing 11: বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)
IND-Playing 11: বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)
India playing XI vs England: বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। ওই ম্যাচে বেশ কিছু রদবদল আনতে চলেছে উভয়দলই। বৃহস্পতিবারের ম্যাচে ইংল্যান্ডকে হারালে ভারত ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠবে। গত বছর ভারত একদিনের ক্রিকেট বিশ্বকাপে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় মেন-ইন ব্লু। তারপর এটাই আইসিসি টুর্নামেন্ট। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ। স্বভাবতই সেখানেও ফাইনালে উঠতে মরিয়া চেষ্টা চালাবে টিম ইন্ডিয়া। আর, সেজন্য সেরা একাদশই নামাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এজন্য নকআউট পর্বের ইংল্যান্ড ম্যাচে বেশ কিছু রদবদল আনতে পারে ভারতীয় একাদশ। একইসঙ্গে বদল আনতে পারে ইংল্যান্ডও।
তবে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রথম একাদশে তেমন রদবদল চাইছেন না অধিনায়ক রোহিত শর্মা। আটটা ম্যাচ খেলা হয়ে গেল, কিন্তু বিরাট কোহলি এখনও পর্যন্ত কোনও ম্যাচেই তেমন রান না পাওয়ায় চিন্তায় টিম ইন্ডিয়া। তবে, বিরাট কিংবদন্তি। তাঁর অভিজ্ঞতার ওপর অধিনায়ক রোহিতের বিরাট ভরসা। রোহিতের বিশ্বাস, বিরাট শেষ লগ্নে হলেও ঠিক ভালো পারফরম্যান্স উপহার দেবেন। যাতে দলের সাফল্য আসে। সেই কারণে বিরাট প্রথম একাদশে থাকলেও তিনি কত নম্বরে নামবেন, সেই নিয়েও পাকাপাকি কোনও খবর ভারতীয় ড্রেসিংরুমের বাইরে আসেনি।
Never seen any Player hammered 4 sixes vs Mitchell Starc in ICC Tournaments, But Rohit ...
Rohit Sharma got into Vintage Mode, that set the tone for Team India 🇮🇳
29 Runs against Mitchell Starc is not everyone's cup of tea ☕ #INDvsAUS #RohitSharma pic.twitter.com/P8iCKV4qym— Richard Kettleborough (@RichKettle07) June 24, 2024
গায়ানার যে মাঠে খেলা হবে, সেখানকার পিচ স্পিনার সহায়ক। সেই কারণে উইনিং কম্বিনেশন ভাঙা না-হলে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাদেজাকে এই ম্যাচে বড় দায়িত্ব নিতে হবে। এই টুর্নামেন্টে ভারত ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের দুই মহাশক্তিধর দল পাকিস্তান আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে। ভারত যে তাদের গো-হারা হারাতে পারে, এই দুই দলের সমর্থকরা যেন সেটা হারের পরও বিশ্বাস করতে পারছিলেন না। তবে, শেষ পর্যন্ত পরিস্থিতি অনুধাবন করতে পারার পর এখন ভারতের বিরুদ্ধে রীতিমতো কাদা ছিটানোর চেষ্টা করছেন। কখনও বলছেন, আইসিসির অনুকম্পা। কখনও বা অন্য ধুয়ো তুলে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। মোদ্দা কথা হল, হারটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না। সেই হিসেবে,
আরও পড়ুন- আম্বানি বউমাদের থেকেও ধনী সানিয়া মির্জা, সম্পত্তির পরিমাণ চোখ টাটিয়ে দেবে
এখনও পর্যন্ত সম্ভাব্য ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ।
এখনও পর্যন্ত সম্ভাব্য ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, জোস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, শ্যাম কুরেন, ক্রিস জন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টোপলে।