Advertisment

Shubman Gill: বিশ্বকাপ খেলতে গিয়ে ব্যবসার কাজে টিম ইন্ডিয়া তারকা! রোহিতের সঙ্গে 'ঝামেলায়' দল ছাড়তে হল শেষমেষ

Why Shubman Gill is being released: সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমের ভয়ানক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে যেখানে মূল স্কোয়াডে না থাকা স্বত্ত্বেও খলিল, আবেশ, রিঙ্কুরা টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য হাজির ছিলেন। সেখানে উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল শুভমানের।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs IRE, India vs Ireland, T20 World Cup 2024

India vs Ireland match report: আয়ারল্যান্ডকে সহজেই হারাল টিম ইন্ডিয়া (টুইটার)

Shubman Gill released: বিশ্বকাপে গিয়ে এবার ভারতীয় শিবির থেকেও অশান্তির খবর ভেসে আসল। নিউ ইয়র্কে ভারত সবেমাত্র গ্রুপ পর্বের তিনটে ম্যাচ খেলা সমাপ্ত করেছে। ফ্লোরিডায় নিয়মরক্ষার কানাডা ম্যাচের পর ভারত পাড়ি দেবে ক্যারিবিয়ান মুলুকে সুপার ৮ পর্ব খেলতে।

Advertisment

তবে কানাডা ম্যাচের পরেই ভারত দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শুভমান গিল এবং আবেশ খানকে। দুই তারকাই ভারতের রিজার্ভ স্কোয়াডে ছিলেন। তবে সমস্যা অন্যত্র।

শুভমান গিলের বিরুদ্ধে এবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে গেল। বলা হল বারবার টিম ইন্ডিয়ার শৃঙ্খলা ভঙ্গ করতেই শুভমানকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: নেপালের হারে স্বস্তি, তবু সুপার-৮ নিশ্চিত নয় বাংলাদেশের! টাইগারদের গর্জনে থাবা বসাতে পারে নেদারল্যান্ডস

বলা হচ্ছে, আইসিসির মত ইভেন্টে শুভমান গিল নিজের ব্যক্তিগত আমোদ প্রমোদে বেশি মনোনিবেশ করেছিলেন। দল হয়ে উঠেছিল তাঁর কাছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির মঞ্চ। গিল ছাড়াও ভারতের ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে রয়েছেন আবেশ খান, খলিল আহমেদ এবং রিঙ্কু সিং।

সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমের ভয়ানক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে যেখানে মূল স্কোয়াডে না থাকা স্বত্ত্বেও খলিল, আবেশ, রিঙ্কুরা টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য হাজির ছিলেন। সেখানে উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল শুভমানের।

বড় অভিযোগ এনে বলা হচ্ছে, নিজের ব্যক্তিগত ব্যবসার কাজকর্মে ব্যস্ত থাকছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার। দলকে মোটেই সময় দিচ্ছিলেন না তিনি।

আরও বড়সড় ঘটনা সামনে এসেছে। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে নাকি শুভমানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন জাতীয় দলের ক্যাপ্টেনকে।

publive-image

সরকারিভাবে টিম ইন্ডিয়ার তরফে এখনই কিছু বলা হয়নি। তবে প্রচারমাধ্যমের এই দাবি নাকচ করে দিয়েছেন গিলের ঘনিষ্ঠরা। তাঁদের যুক্তি, এই মুহূর্তে জাতীয় দলে ব্যাক আপ ওপেনারের প্রয়োজন নেই। কোহলি-রোহিতের ওপেনিং পার্টনার হওয়ায় যশস্বীর জায়গা হচ্ছে না প্ৰথম এগারোয়। ব্যাক আপ ওপেনারের প্রয়োজন না থাকাতেই বিশ্বকাপ থেকে শুভমানকে ফেরত পাঠানো হচ্ছে।

T20 World Cup Indian Team Shubman Gill Rohit Sharma ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment